ঢাকা     বুধবার   ০৬ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২২ ১৪৩১

লেভানডোভস্কির গোলে বার্সেলোলোর ‘লাকি সেভেন’ 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৪
লেভানডোভস্কির গোলে বার্সেলোলোর ‘লাকি সেভেন’ 

লা লিগায় চলতি মৌসুমে শুরুটা দারুণ করেছিল বার্সেলোনা। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে হ্যান্সি ফ্লিকের দল। এবার টানা সপ্তম জয় তুলে নিলো কাতালান ক্লাবটি। লা লিগার বুধবার (২৫ সেপ্টেম্বর) গেতাফের বিপক্ষে ১-০ গোলে জিতে টানা সাত ম্যাচ অপরাজিত রইলো তারা। বার্সেলোনার ‘লাকি সেভেন’র নায়ক রবার্ট লেভানডোভস্কি।

ম্যাচের শুরুতে অবশ্য ভালো ফুটবল খেলছিল গেতাফে। প্রথম ১৫ মিনিটে তিনটি সুযোগ তৈরি করে তারা। তবে ইনাকি পেনাকে পরাস্ত করতে পারেনি। মার্ক আন্দ্রে টের স্টেগানের অনুপস্থিতিতে ভালোভাবেই বার্সেলোনার গোলপোস্ট সামলাচ্ছেন পেনা। 

বার্সেলোনা এগিয়ে যায় ম্যাচের ১৯তম মিনিটে। জুল কুন্দের ক্রসে লাফিয়েও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি ডেভিড সোরিয়া। বল পেয়ে যান অরক্ষিত লেভানডোভস্কি। অনায়াসে জাল খুঁজে নেন অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার। চলতি আসরে এটি তার সপ্তম গোল।

আরো পড়ুন:

২৩তম মিনিটে মিস করেন রাফিনিয়া। ২৯তম মিনিটে আরও একবার মিস করেন বার্সেলোনা অধিনায়ক। দুই মিনিট পর ফের জালে বল পাঠান লেভানডোভস্কি। কিন্তু অফসাইডের ফাঁদ এড়াতে পারেননি। ৩৩তম মিনিটে আরেকবার হতাশ হতে হয় পোলিশ তারকাকে।

দ্বিতীয়ার্ধে ভালো একটি সুযোগ পান ইয়ামাল। তার শট ঝাঁপিয়ে ঠেকান গেতাফে গোলরক্ষক। ৭১তম মিনিটে রাফিনিয়াকেও গোলবঞ্চিত করেন করেন। এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কোনোদল। ফলে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। 

এ নিয়ে চলতি আসরে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো বার্সেলোনা।  ৭ ম‍্যাচে টানা সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। আসরে তৃতীয় হারের স্বাদ পাওয়া গেতাফের পয়েন্ট ৪। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়