ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ব্রাজিল দলে ফিরলেন ভিনিসিউস, বাদ পড়লেন এন্ড্রিক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২ নভেম্বর ২০২৪  
ব্রাজিল দলে ফিরলেন ভিনিসিউস, বাদ পড়লেন এন্ড্রিক

২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। চোট কাটিয়ে দলে ফিরেছেন ভিনিসিউস জুনিয়র। বাদ পড়েছেন এন্ড্রিক। এবারও দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের।

বিশ্বকাপ বাছাইয়ের পরের দুই ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের সঙ্গে খেলবে ব্রাজিল। আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার পর ১৯ নভেম্বর লড়বে উরুগুয়ের সঙ্গে। এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

ইনজুরি থেকে সদ্যই সেরে ওঠা নেইমারকে নিয়ে ঝুঁকি নিতে চাননি দরিভাল। গত ২১ অক্টোবর আল হিলালের হয়ে নেইমার মাঠে নামলেও পরের ম্যাচে ছিলেন বিশ্রামে। নেইমার এখন চোটমুক্ত বলেই জানালেন দরিভাল। তবে তাড়াহুড়ো করতে চান না। সব ঠিক থাকলে তাই কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন নেইমার।

আরো পড়ুন:

বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে উরুগুয়ে। ১৯ পয়েন্ট নিয়ে দুয়ে কলম্বিয়া। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২২।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়