বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে কার্টি, ফিরলেন চার্লস
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
বাংলাদেশের বিপক্ষে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি দলে দেখা যাবে ব্যাটসম্যান কেসি কার্টিকে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি দলে ফিরেছেন জনসন চার্লস।
ওয়েস্ট ইন্ডিজের একাধিক ক্রিকেটারকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না। শেই হোপ ও শেফরন রাদারফোর্ড অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ খেলতে যাবেন। একই কারণে শেষ ম্যাচে থাকবেন না আকিল হোসেন। তার জায়গায় শেষ ম্যাচে থাকবেন জায়ডেন সিলস।
তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি হবে সেন্ট ভিনসেন্টে। ১৬ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর। নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়ায় পেসার টেরান্স হিন্ডস স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। অলরাউন্ডার শামার স্পিগারের অভিষেক হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। তাকেও বাংলাদেশের বিপক্ষে সিরিজে রাখা হয়েছে।
দলটাকে নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল। তার সহকারী হিসেবে থাকবেন ব্রেন্ডন কিং। হেড কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে চোখ রেখে দল সাজাচ্ছেন তারা। নতুন খেলোয়াড়কে যেমন বাজিয়ে দেখা হচ্ছে। অভিজ্ঞ ক্রিকেটারদের ফিরিয়ে এনে সুযোগ দেওয়া হচ্ছে।
তার ভাষ্য, "আমাদের হাতে থাকা খেলোয়াড়দের নিয়ে যত্নসহকারে স্কোয়াডটি নির্বাচন করা হয়েছে। আমি মনে করি এই স্কোয়াডটি বেশ ভারসাম্যপূর্ণ এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা সরবরাহ করবে যা পরবর্তী চ্যাম্পিয়মনশিপ জেতার জন্য বড় ভূমিকা রাখবে।’’
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, জনসন চার্লস, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন/জায়ডেন সিলস, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদন ম্যাকয়, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও শামার স্পিঙ্গার।
ঢাকা/ইয়াসিন/রিয়াদ