ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৩ রানে ৬ উইকেট পতনের পর আরিফুলে সিলেটের রক্ষা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৩৫, ৭ জানুয়ারি ২০২৫
১৩ রানে ৬ উইকেট পতনের পর আরিফুলে সিলেটের রক্ষা

শূন্য রানে উইকেট পতনের পর রাকিম কর্নওয়ালের ব্যাটে প্রাণ ফিরে পায় সিলেট। রাকিম ফিরলেও শাহীন শাহ আফ্রিদিকে তুলোধুনো করে জর্জ মুনসে পাওয়ার প্লেতে এনে দেন ‘পারফেক্ট’ রান।

ফরচুন বরিশালের বিপক্ষে এটুকই শুধু সিলেটের গল্প। জাহানদাদ খানের তোপে ৩৫ বলে ১৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সিলেট। শেষ পর্যন্ত অধিনায়ক আরিফুল হকের ব্যাটে ভর করে কোনোমতে শতরানের আগেই অলআউট হওয়া থেকে রক্ষা পায় স্বাগতিক শিবির। 

আরো পড়ুন:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (০৭ জানুয়ারি, ২০২৫) টস হেরে ব্যাটিং করতে  নেমে মাত্র ১২৫ রানে থামে সিলেট। ২৯ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন আরিফুল। তার ইনিংসে ছয়ের মার ছিল ৩টি ও চারের মার ছিল ১টি। 

প্রথমবার খেলতে নামা রাকিম ১২ বলে ১৮ রান করে ফেরার পর দারুণ জুটি গড়েন জাকির-জর্জ। দুজনের জুটি থেকে আসে ৪৯ রান। ১৩ বলে ২৮ করে জর্জ আউট হলে ভাঙে এই জুটি। জর্জের আউটে শুরু হয় পতন। ১৩ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে যেন ছিটকে যায় সিলেট। 

থিতু হওয়া ব্যাটার জাকির ফেরেন ২৫ রানে। এরপর আরিফুল এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন। তার বিদায়ের পর কোনো রান করতে পারেনি সিলেট। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জাহানদাদ খান ও রিশাদ হোসেন। 

এর আগে এক পরিবর্তন নিয়ে টস জিতে ফিল্ডিং নেয় বরিশাল। দলে ফেরা নাজমুল হোসেন শান্তকে এদিন দেখা যায় উইকেটের পেছনে। এদিকে পল স্টার্লিংয়ের পরিবর্তে রাকিমকে খেলায় সিলেট। শুরুটা ভালো করলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়