ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরের ম্যাচেই পুরনো রূপে ঢাকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১৬ জানুয়ারি ২০২৫  
পরের ম্যাচেই পুরনো রূপে ঢাকা

আগের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে রেকর্ডের ডালা সাজিয়েছিলেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। তাতে রেকর্ড ২৫৪ রান তুলে টানা পাঁচ ম্যাচ হেরে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। ভক্তরাও দেখতে শুরু করেছিল আশার আলো। এই মোমেন্টাম ধরে ছন্দে ফিরবে ঢাকা সেটা ছিল প্রত্যাশা।

কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটেনি। এক ম্যাচ পরেই আবার সেই পুরনো ছন্নছাড়া রূপে ফিরে এসেছে ঢাকা। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ছন্দহীন ব্যাটিং করেছে তারা। তাতে দলীয় সংগ্রহও বেশি হয়নি। ১৯.৩ ওভারে তারা সবকটি উইকেট হারিয়ে করেছে মাত্র ১৩৯ রান। জিততে বরিশালকে করতে হবে ১৪০ রান।

আরো পড়ুন:

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে আজও দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তানজিদ হাসান। তিনি ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ১৭তম ওভারে গিয়ে আউট হন। ৪৪ বলে ২টি চার ও ৪ ছক্কায় খেলেন ৬২ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ফরমানুল্লাহ। ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় এই ইনিংসটি খেলেন তিনি। এছাড়া লিটন দাস ১৩, মোসাদ্দেক হোসেন ১১ ও সাব্বির রহমান করেন ১০ রান।

বল হাতে বরিশালের তানভীর ইসলাম ৩ ওভারে ৩৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। ফাহিম আশরাফ ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ২টি উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়