অনিশ্চিত বুমরাহকে রেখেই ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে বেঞ্চে রেখেই খেলতে নেমেছিল ভারত। সেই টেস্টে অধিনায়কত্ব করা জাসপ্রিত বুমরাহ ম্যাচ চলাকালীন সময়ে আবার চোটে পড়লেন। কৌতুহলী ক্রিকেটপ্রেমীরা তাই অপেক্ষায় ছিল কেমন হয় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ভারতের স্কোয়াড তা দেখার।তবে কোন চমক না রেখেই শনিবার (১৮ জানুয়ারি, ২০২৫) অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করলো ভারত। একদিন আগেই ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা (বিসিসিআই) নিশ্চিত করেছিল যে, অধিনায়ক হিসেবে রোহিতই থাকছেন। সেই কথার হেরফের হয়নি।
ভরত দলে আছেন অনিশ্চিত চোটাক্রান্ত বুমরাহও। সেই সাথে লম্বা সময় পর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন আরেক অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে। অন্যদিকে প্রথমবারের মতো এক দিনের ক্রিকেটে ডাক পেলেন ওপেনার যশস্বী জয়সওয়াল।
শনিবার নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারকে সঙ্গে নিয়ে কাপ্তান রোহিত সাংবাদিক সম্মেলনে দল ঘোষণা করেন। সেই ১৫ সদস্যের প্রাথমিক দলে নেই কোন চমক। তবে সহ-অধিনায়কের বাড়তি দায়িত্ব পেয়েছেন প্রতিভাবান উঠতি তারকা শুবমান গিল। একই স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি তিন ওয়ানডে ম্যাচের একটা সিরিজ খেলবে ভারত। দ্বিপাক্ষীয় সেই সিরিজে দলে আছেন প্রতিশ্রুতিশীল পেসার হর্ষিত রানাও।
এদিকে বেশকিছুদিন ধরেই বুমরাহ দলে থাকবেন কিনা তা নিয়ে চলছিল অনেক আলোচনা। চোটাক্রান্ত এই পেসারের ফিটনেস নিয়ে শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে প্রথম দু’ম্যাচে অন্তত পাচ্ছে না ভারত।
অন্যদিকে গোড়ালিতে অস্ত্রোপচার ও হাঁটুর সমস্যার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর আবারও ভারত দলে ডাক পেয়েছেন শামি। তিনি সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
তবে ভারতীয় ক্রিকেটের সমর্থকদের আলাদাভাবে নজর থাকবে ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা জয়সওয়াল দিকে। এই আক্রমণাত্বক বাঁহাতি ব্যাটসম্যান এখন পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন ১৯ টেস্ট ও ২৩ টি-টোয়েন্টি।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। পাকিস্তান মূল আয়োজক হলেও ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ 'এ'তে তাদের সঙ্গে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জিল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রিশভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং।
ঢাকা/নাভিদ