ঢাকা     বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৩ ১৪৩১

‘দুই ট্রফি’ নিয়ে রংপুর মাতাতে আসছে রাইডার্স শিবির

ক্রীড়া প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১৮ জানুয়ারি ২০২৫  
‘দুই ট্রফি’ নিয়ে রংপুর মাতাতে আসছে রাইডার্স শিবির

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ট্রফি জিতে শিরোনামে এসেছিল রংপুর রাইডার্স। চলমান বিপিএলেও জিএসএলের ধারাবাহিকতা ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। জিএসএলের ট্রফি নিয়ে রংপুর যাচ্ছে রাইডার্স শিবির। এই ‘ট্রফি ট্যুরে’র অংশ হিসেবে সঙ্গে থাকবে বিপিএলের ট্রফিও। 

২০ জানুয়ারির এই ট্রফি ট্যুরে নানান আয়োজন করেছে রংপুর রাইডার্স। দলটার ক্রিকেটাররা হেলিকপ্টারে এসে যোগ দেবে রংপুরে। সেখানে দুই ট্রফি (জিএসএল, বিপিএল) নিয়ে থাকছে নানান কার্যক্রমও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর।

পুরো রংপুরে এই ট্যুরে দেড় হাজার জার্সি দেওয়া হবে ফ্যানদের। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে। দুপুর একটায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে হবে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট। 

আরো পড়ুন:

এমনকি ট্রফির সাথে ছবি তোলারও সুযোগ থাকবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের। বিকেল তিনটা থেকে কনসার্টও আয়োজন হচ্ছে। থাকবেন দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়েড রাফা’।

এর আগে ২০২৪ এর ৬ ডিসেম্বরে গায়নায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। যেখানে পাঁচ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে রংপুর জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বে। আর বিপিএলের চলমান আসরে টানা ৮ ম্যাচ জিতে কোয়ালিফায় করেছে রংপুর। 
 

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়