ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিশাম এখন বরিশালের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫
নিশাম এখন বরিশালের

বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসেছিলেন জিমি নিশাম। শিরোপা জিততে পারেননি। শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। এবার সেই বরিশালের হয়েই নিজের অধরা মিশন সমাপ্ত করতে আসছেন সাবেক কিউই অলরাউন্ডার। 

বিপিএলের ফাইনালে এরই মধ্যে পৌঁছে গেছে বরিশাল। নিশামকে কেবল ফাইনালের জন্যই উড়িয়ে এনেছে শিরোপাধারীরা। শক্তি ও সামর্থ্যে বরিশাল পিছিয়ে ছিল না। ফাইনালের আগে চমক হিসেবে অ্যাডাম মিলনেকে নেওয়ার কথা অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন। এবার চমকটা তারা আরো বাড়িয়ে দিল। ফাইনাল খেলতে পেস বোলিং অলরাউন্ডার নিশাম এখন ঢাকার পথে। গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে রওণা হয়েছেন। দক্ষিণ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে এতদিন ব্যস্ত ছিলেন। 

গত আসরে রংপুর রাইডার্সের হয়ে সাত ম্যাচে অংশ নিয়েছিলেন। ব্যাটিংয়ে ২৯১ রান করেছিলে ৭২.৭৫ গড় ও ১৬৭.২৪ স্ট্রাইক রেটে। বোলিংয়ে তেমন প্রভাব রাখতে পারেননি। নিয়েছিলেন চার উইকেট। মিলনেকে পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয় বরিশালের। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে খেলছেন শারজাহ ওয়ারিয়র্জের হয়ে। দলের ভাগ্যের ওপর নির্ভর করবে তার বিপিএলে খেলতে আসা। 

এদিকে প্রথম কোয়ালিফায়ারে পাঁচ উইকেট পাওয়া মোহাম্মদ আলির ওপরে তারা ভরসা করতেই পারে ফাইনালে। এছাড়া কাইল মেয়ার্স তাদের একাদশে ফিরেছেন। গতবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। ফলে ফাইনালে চার বিদেশী খেলোয়াড় নির্বাচন নিয়ে নিশ্চিতভাবেই ভাবতে হবে অধিনায়ক তামিমকে।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়