ইয়াশা সাগরকেও টাকা দেয়নি চিটাগং কিংস, ‘হেনস্থার’ অভিযোগ
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ইয়াশা সাগর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতে মডেল ও উপস্থাপিকা ইয়াশা সাগরকে এনে চমকে দিয়েছিল চিটাগং কিংস। কিন্তু প্লে’অফের শুরু থেকে কোথাও দেখা যাচ্ছে না ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান এই মডেলকে।
পুরো আসর মাতিয়ে রাখার পর প্লে’অফের মতো গুরুত্বপূর্ণ সময়ে এই উপস্থাপিকা না থাকায় কৌতুহুল দেখা দিয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) খোঁজ নিয়ে জানা গেছে পেমেন্ট ইস্যুতে বনিবনা না হওয়ায় এই মডেল ভারতে চলে যান। চুক্তি অনুযায়ী টাকাও দেওয়া হয়নি।
রাইজিংবিডি ডটকমকে ইয়াশা সাগরের এজেন্ট জ্যোতি ব্লান্ডেল বিষয়টি নিশ্চিত করেছেন। চুক্তির ৫৫ শতাংশ টাকা পেয়েছেন ইয়াশা।
এজেন্ট আরও জানান, “চুক্তির বাইরে ইয়াশাকে দিয়ে বিজ্ঞাপনে মডেলিং করানোর প্রস্তাব দিয়েছিল চিটাগং কিংস। কিন্তু পেশাদার এই উপস্থাপিকা তাতে রাজি হননি।”
ফ্র্যাঞ্চাইজির চাওয়া অনুযায়ী কাজ না করায় বাধে বিপত্তি। এমনকি তার পাসপোর্ট রেখে মডেলিং করার জন্য চাপ দেওয়ার অভিযোগও জানিয়েছেন ইয়াশার এজেন্ট।
বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত উপস্থাপনা করেন ইয়াশা সাগর। বাংলাদেশে এসেছিলেন এই প্রথম। কিন্তু ফিরলেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে উপস্থাপনা করে নজরে আসেন।
ইয়াশা সাগরকে ছাড়াও চিটাগং কিংস মেন্টর হিসেবে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে আনে। বিভিন্ন গণমাধ্যমে আফ্রিদিকে পাওনা পরিশোধ না করার সংবাদও এসেছে।
এর আগে পারভেজ হোসেন ইমনকে এক পয়সাও পরিশোধ না করায় শিরোনামে আসে চিটাগং কিংস। তখন ফ্র্যাঞ্চাইজি মালিক সামির কাদের জানিয়েছিলেন, পারফরম্যান্সে সন্তুষ্ট না হওয়ায় টাকা দেওয়া হয়নি।
ঢাকা/রিয়াদ/আমিনুল