ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আল-নাসরে চুক্তির মেয়াদ বাড়ছে রোনালদোর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫
আল-নাসরে চুক্তির মেয়াদ বাড়ছে রোনালদোর

কাতার বিশ্বকাপ-২০২২ শেষ হওয়ার পর হঠাৎ সংবাদের শিরোনাম হয়ে ওঠেন রোনালদো। সবাইকে অবাক করে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে যোগ দেন তিনি। সেই সময়ে করা আড়াই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে। তবে জানা গেছে, ৪০ পেরুনো রোনালদো আল-নাসরে আরও একটি মৌসুম থাকার জন্য রাজি হয়েছেন। সেক্ষেত্রে ২০২৬ সালের জুন পর্যন্ত সৌদি আরবের ক্লাবটিতে থাকবেন তিনি।

জানা গেছে, শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

আরো পড়ুন:

রোনালদো ছিলেন সৌদি প্রো-লিগের প্রথম কোনো বড় মাপের তারকা। এরপর রোনালদোর দেখানো পথে সৌদি প্রো-লিগে একে একে আসেন করিম বেনজেমা, নেইমার ও সাদিও মানের মতো খেলোয়াড়রা।

রোনালদো এ পর্যন্ত আল-নাসরের হয়ে ৯০ ম্যাচ খেলে গোল করেছেন ৮২টি। গোলে সহায়তা করেছেন ১৯টি। তবে এখন পর্যন্ত এই ক্লাবটির হয়ে খেলে কোনো শিরোপা জিততে পারেননি সিআরসেভেন।

শিরোপা জিততে না পারলেও আর্থিকভাবে বেশ সুবিধাজনক অবস্থানে আছেন পর্তুগীজ তারকা। আমেরিকার ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের তালিকায় রোনালদো আছেন শীর্ষে। যিনি গেল বছর ১৩৬ মিলিয়ন ডলার আয় করেছিলেন। তার মধ্যে কেবল ৪৬ মিলিয়নই পেয়েছেন বেতন থেকে।

গেল গ্রীষ্মে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ইচ্ছা পোষণ করেছিলেন আল-নাসরেই তার ক্যারিয়ারের ইতি টানার। তার আগে আরও এক বছরের জন্য সৌদি প্রো-লিগের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়