মুজিব যেভাবে আইপিএলে
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

গত বছরের (২০২৪) নভেম্বরের ২৪ এবং ২৫ তারিখে অনুষ্ঠিত হয়ে গিয়েছে আইপিএলের মেগা নিলাম। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয় আসরটির ১৮তম নিলাম। সেই সময়ই দল গুছিয়ে নিয়েছিল সব দল। তবে হঠাৎই ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস একজন স্পিনারের অভাব অনুভব করে। দলটি নিলামে অবিক্রিত আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানকে তাদের ডেরায় ভেড়ায়।
মুজিব মূলত আরেক আফগান স্পিনারের পরিবর্তে চুক্তি করেছেন পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের সাথে। মূলত মুজিবের স্বদেশী স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারকে নিলামে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জিম্বাবুয়ে সফরে গিয়ে শিরদাঁড়ায় চোট পান গাজানফর। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। চোটের জন্য এই ১৮ বছর বয়সী স্পিনার ছিটকে গিয়েছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও। স্বাভাবিকভাবেই গাজানফার খেলতে পারবেন না আইপিএলেও।
রবিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৫) মুজিবকে দলে নেওয়ার খবরটি জানিয়েছে মুম্বাই। আইপিএলের নিলামে এবার দুই কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে অবিক্রীত ছিলেন মুজিব। সেই দামেই তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্জাইজিটি। এক বিবৃতিতে মুম্বাই জানায়, “আফগানিস্তানের অফস্পিনার মুজিব উর রহমানকে আইপিএল ২০২৫ এর জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ইনজুরিতে থাকা আল্লাহ গাজানফারের পরিবর্তে দলে যোগ দিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স গাজানফারের দ্রুত সুস্থতা কামনা করছে এবং মুজিবকে এই পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে।’
গাজানফারের মতো মুজিবও আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই চোটের জন্য। তবে আইপিএলের আগে তিনি ফিট হয়ে যাবেন।
ঢাকা/নাভিদ