ঢাকা     মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টানাপোড়ন শেষে বিদ্রোহের অবসান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২০:২০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
টানাপোড়ন শেষে বিদ্রোহের অবসান

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সমস্যার সমাধান হয়েছে। ৩০ জানুয়ারির ১৮ ফুটবলার, কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহের ডাক দিয়ে বসেন। অবশেষে সেই সমস্যার অবসান ঘটেছে। বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন- আলোচনার পর তারা কোচ বাটলারের অধীনেই অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন।

কিরণ বলেন, “সভাপতি ও আমার পক্ষ থেকে মেয়েদের বিষয়টি সমাধান করার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় আজও তাদের সাথে বসেছিলাম, কথা বলেছি। এখন আমি আপনাদের বলতে পারি যে, মেয়েরা অনুশীলনে ফিরবে।”

আরো পড়ুন:

তবে এই ফুটবলাররা এখনই অনুশীলনে ফিরবেন না। কারণ আগামী ২৪ ফেব্রুয়ারি ক্যাম্প বন্ধ হবে। “আজ কালই তারা অনুশীলনে ফিরবে না। আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ ফেব্রুয়ারি। দল আরব আমিরাত যাবে ওই দিন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। ওইদিন থেকে সবার জন্য ক্যাম্প বন্ধ। সিনিয়র মেয়েরাও চাচ্ছে একটা ব্রেক নিতে। তাই ওরাও ছুটিতে চলে যাবে। আরব আমিরাত থেকে দল দেশে ফিরলে তারাও ছুটিতে যাবে। তারপর আমরা সবাইকে একসঙ্গে ক্যাম্পে ডাকবো। ওরা ফিরলে আমরা উইমেন্স উইং মেয়েদের নিয়ে সভাপতি, সহ সভাপতি যারা আছেন এবং কোচদের নিয়ে বসবো। বিষয়টি নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। কারণ, কেউ কারও ওপর অসন্তুষ্ট থাকলে ভালো কিছু হবে না।”- যোগ করেন কিরণ

বিদ্রোহী ফুটবলাররা ৩০ জানুয়ারি কোচ বাটলারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। যার মধ্যে গালিগালাজ, বডি শেমিং ও মানসিক নির্যাতনের কথা উল্লেখ ছিল। তারা জানিয়ে দিয়েছিলেন ইংলিশ লোচ বাটলারের অধীনে তারা অনুশীলন করবেন না। 

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়