ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এর চেয়েও বাজে ব্যাটিংয়ের রেকর্ড আছে বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫
এর চেয়েও বাজে ব্যাটিংয়ের রেকর্ড আছে বাংলাদেশের

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে টস জিতে ব‌্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নাজমুল হোসেন শান্ত ভুল করলেন কিনা সেটা এখন বিরাট প্রশ্নের বিষয়। পাওয়ার প্লে’ শেষ হওয়ার আগেই স্কোরবোর্ডের যে চিত্র তাতে প্রশ্নবিদ্ধ তাদের ব‌্যাটিং অ্যাপ্রোচ। ৮.৩ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৫। রোহিত শর্মা নবম ওভারের চতুর্থ বলে জাকের আলীর ক‌্যাচ মিস না করলে উইকেটের সংখ‌্যাটা আরো বাড়ত।

অধিনায়ক শান্ত যেখানে ব‌্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, রোহিত সেখানে বোলিং করতে চেয়েছিলেন। নিজের বোলারদের ওপর তার প্রবল আত্মবিশ্বাস আছে বোঝাই যাচ্ছে। নয়তো বাংলাদেশকে শুরুতেই এভাবে ভসিয়ে দেয় কিভাবে। পাঁচ ব‌্যাটসম‌্যানের তিনজনই খুলতে পারেননি রানের খাতা। সৌম‌্য সরকার প্রথম ওভারে উইকেটের পেছনে ক‌্যাচ দেন। দ্বিতীয় ওভারে শান্ত ক‌্যাচ দেন কাভারে। নবম ওভারে মুশফিক ক‌্যাচ দেন উইকেটের পেছনে। তিনজনই আউট শূন‌্য রানে। তানজিদ তামিম আগ্রাসী ব‌্যাটিংয়ে আলোর আলো দেখিয়েছিলেন। কিন্তু ২৫ রানের বেশি করতে পারেননি। আর মিরাজ ৫ রানেই ফেরেন সাজঘরে।

আরো পড়ুন:

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ‌্যাম্পিয়নস ট্রফির শুরুতে এমন বিপর্যয়ে পড়বে কতজনই বা ভেবেছিলেন? তবে এর চেয়েও বাজে শুরু পেয়েছিল বাংলাদেশ। সেটাও চ‌্যাম্পিয়নস ট্রফিতে। ২০০২ চ‌্যাম্পিয়নস ট্রফিতে কলম্বোর এসএসসি মাঠে নিউ জিল‌্যান্ডের বিপক্ষে শুরুর ১০ ওভারে বাংলাদেশ ৬ উইকেট হারিয়েছিল ৪৪ রানে।

চ‌্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ১০ ওভারে সবচেয়ে বাজে শুরুর রেকর্ডটা বাংলাদেশ নিজেদের দখলেই রেখেছে। ২০০৪ সালেও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটনে বাংলাদেশ ৫ উইকেট হারিয়েছিল ২৬ রানে। এবার ৩৯ রানে নেই ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে দলের রান এরই মধ‌্যে শতরান পেরিয়ে নিয়ে গেছেন জাকের আলী ও তাওহীদ হৃদয়। শূন‌্য রানে জাকের ও ২৩ রানে তাওহীদ জীবন পেয়েছেন। দ্বিতীয় জীবনে তাদের ব‌্যাট কতদূর যায় সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়