ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আকসারকে ডিনারে নেব, কৃতিত্ব হৃদয়-জাকেরের: রোহিত 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫
আকসারকে ডিনারে নেব, কৃতিত্ব হৃদয়-জাকেরের: রোহিত 

৩৫ রানে পাঁচ উইকেট হারানোর পর খোঁজা শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সর্বনিম্ন রান কত। সেটি করতে হয়নি তাওহীদ হৃদয় ও জাকের আলীর কল্যাণে। 

দুজনে রেকর্ড জুটি গড়ে দলীয় স্কোর দুইশ পার করেন। হৃদয় ক্যারিয়ারের প্রথম শতক হাঁকালেও জাকের থামেন ফিফটি করে। দুজনে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৫৪ রান করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই উইকেটে এটি সর্বোচ্চ জুটি। 

ম্যাচ শেষে হৃদয়-জাকেরকে কৃতিত্ব দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, “বড় জুটি গড়ার জন্য জাকের ও হৃদয়কে কৃতিত্ব দিতে হবে ।“

দুজনের পথচলা ছিল বন্ধুর। ইনিংস গড়া যখন শুরু করেন তখন দলের অবস্থা ছিল শোচনীয়। আকসার প্যাটেল পরপর দুই বলে উইকেট নিয়ে ছিলেন হ্যাটট্রিকের মুখে। মাঠে এসেই প্রথম বলে ক্যাচ তুলে দেন জাকের। উদযাপন শুরু করেছিলেন এই স্পিনার। কিন্ত না, স্লিপে থাকা রোহিত তালুবন্দি করতে পারেননি। 

ক্যাচ না ধরতে পারায় হতাশায় মাটি চাপড়াতে থাকেন রোহিত। ম্যাচ শেষেও এই প্রসঙ্গে কথা বলেছেন। হ্যাটট্রিক মিস করানোর জন্য আকসারকে ডিনারে নিয়ে যেতে চান ভারত অধিনায়ক। 

“আমি আগামীকাল তাকে ডিনারে নিয়ে যেতে পারি (হাসি)। এটা একটা সহজ ক্যাচ ছিল, স্লিপে দাঁড়িয়ে আমি যে স্ট্যান্ডার্ড তৈরি করেছি, আমার এই ক্যাচটা নেওয়া উচিত ছিল, কিন্তু এসব ঘটে।”

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়