ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরপুরে খেলতে নেমেই ঘূর্ণিজাদুতে অনূর্ধ্ব-১৯ দলের রাতুলের ফাইফার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২৫ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৫৭, ২৫ মার্চ ২০২৫
মিরপুরে খেলতে নেমেই ঘূর্ণিজাদুতে অনূর্ধ্ব-১৯ দলের রাতুলের ফাইফার

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্য সামিউন বাসির রাতুলের ঘূর্ণিতে বড় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ২০২৪ যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন রাতুল।  লিস্ট এ ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই ঘূর্ণিজাদুতে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেন এই বাঁহাতি স্পিনার।

রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মঙ্গলবার (২৫ মার্চ) মিরপুরে খেলতে নেমে ৬ উইকেটে ২৯৮ রান করে রূপগঞ্জ। তাড়া করতে নেমে রাতুলের ঘূর্ণিতে মাত্র ১২৬ রানে অলআউট হয় টাইগার্স।

আরো পড়ুন:

রাতুল একাই নেন ৫ উইকেট। ১০ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন এই স্পিনার। এর আগে ব্যাট হাতেও রাতুল রাখেন দারুণ অবদান। ম্যাচসেরার পুরস্কার ওঠে রাতুলে হাতে।

যুব দলের হয়ে মিরপুরে আগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ম্যাচ শেষে এই স্পিনার বলেন, “এখানে আমি আগেও ম্যাচ খেলেছি। কিন্তু বড় টুর্নামেন্টে এই প্রথম। বোলিং করতে পেরে ভালোলাগা কাজ করছে।”

এ ছাড়া দুটি করে উইকেট নেন তানভীর ইসলাম ও তানজীম হাসান সাকিব। টাইগার্সের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আরিফুল হক। আর কেউ বিশের বেশি রান করতে পারেননি।

এর আগে জাকের আলী অনিক-তানজীদ হাসান তামিমের ফিফটিতে ভর করে ২৯৯ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে রূপগঞ্জ।

জাকের সর্বোচ্চ ৭৩ রান করেন। ৮৫ বলে ৫টি চার ও ২টি ছয়ের মারে এই রান করেন জাকের। ৫৯ বলে ৬১ রান আসে তানজীদের ব্যাট থেকে। ১১টি চারে সাজানো ছিল তার ইনিংসটি।

এ ছাড়া রাতুল ৪০, শেখ মেহেদী হাসান ৩৫ ও আফিফ হোসেন ধ্রুব ২৯ রান করেন। রুপগঞ্জের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন হুসনা হাবিব মেহেদী।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়