ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানকে ১০৯ রানে অল আউট করে ১৬৭ রানে জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ৯ এপ্রিল ২০২৫   আপডেট: ০৮:২১, ৯ এপ্রিল ২০২৫
পাকিস্তানকে ১০৯ রানে অল আউট করে ১৬৭ রানে জিতল বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল পাকিস্তান ‘এ’ দলকে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে বড় রানে হারিয়েছে। এর আগে স্কটল্যান্ডকেও হারিয়েছিল নিগার সুলতানার দল। তাতে বিশ্বকাপ বাছাই পর্বের মূল পর্বে মাঠে নামার আগে প্রস্তুতিতে শতভাগ সাফল্য ধরে রাখল টাইগ্রেসরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ ১৬৭ রানের বিশাল ব্যবধানে জয় পায়। আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ২৭৬ রান করে ৪৯.৪ ওভারে। জবাবে পাকিস্তান ‘এ’ দল ১০৯ রানের বেশি করতে পারেনি। ব্যাট-বলে দাপট অব্যাহত রেখে বাংলাদেশ নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরেছে।

ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন অধিনায়ক জ্যোতি। এছাড়া ফারজানা হক ৫০ করে সেচ্ছ্বায় মাঠ ছাড়েন। ৪৬ রানে অপরাজিত থাকেন জান্নাতুল ফেরদৌস। বোলিংয়ে ২টি করে উইকেট নেন রাবেয়া, মারুফা ও ফাতিমা। প্রস্তুতি ম্যাচে জয় বরাবরই বাড়তি পাওয়া। ব্যাটিং-বোলিংয়ে নিজেদের কতটা ঝালিয়ে নিতে পারেন সেটাই বড় বিষয়। ব্যাট-বলের যে পারফরম্যাড়ন্স তাতে ভালো কিছু হয়েছে নিঃসন্দেহে বলা যায়। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হবে আইসিসি উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর।

সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু, পারেনি। তাই খেলতে হচ্ছে বাছাই পর্ব। পাকিস্তানে ছয় দল নিয়ে বাছাই শুরু হবে আগামী বুধবার। ছয় দলের বাছাইয়ে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে আট দলের বিশ্বকাপে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে লাহোরে।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়