ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের বিপক্ষে কঠিন দিন, তবে এখনো ম্যাচে আছি: মুজারাবানি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২২ এপ্রিল ২০২৫  
বাংলাদেশের বিপক্ষে কঠিন দিন, তবে এখনো ম্যাচে আছি: মুজারাবানি

সিলেট টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ে নিজেদের করে নিয়েছিল। তবে দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছে বৃষ্টি। বৃষ্টির দাপটের মধ্যেও বাংলাদেশ মন্দ লড়াই করেনি। আবার জিম্বাবুয়েকেও পিছিয়ে রাখার উপায় নেই। সফরকারী দলের পেসার ব্লেসিং মুজারাবানি অবশ্য স্বীকার করেছেন, বাংলাদেশের বিপক্ষে তাদের দিনটা সহজ ছিল না। তবে তিনি এও মনে করছেন, এখনো তারা ম্যাচে ভালোভাবেই টিকে আছেন।

“আজ আমাদের জন্য দিনটা কঠিন ছিল। বাংলাদেশ খুব ভালো লড়াই করেছে। তবুও আমরা ব্যাপারটা ইতিবাচকভাবে নিচ্ছি।”

আরো পড়ুন:

নিজের শক্তির জায়গা নিয়ে তিনি বলেন, “বডিতে হার্ড লেংথ বল করাটাই আমার মূল অস্ত্র। আমি মনে করি না বাংলাদেশ শর্ট বলের বিপক্ষে বিশেষ দুর্বল। এটা আমার ১ নম্বর স্কিল।”

জিম্বাবুয়ের লক্ষ্য নিয়ে তিনি আরও বলেন, “আদর্শ পরিস্থিতিতে আমরা চাইবো ২০০ রানের নিচে থামাতে। তবে রানের কথা না ভেবে আমাদের উচিত উইকেট নেওয়ার দিকে মনোযোগ দেওয়া। বাংলাদেশের উইকেট পাওয়া সহজ হবে না। আমাদের আরও বেশি নিয়ম মেনে খেলতে হবে।”

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রশংসা করে তিনি বলেন, “সে এখন দারুণ খেলছে। তবে ক্রিকেটে এমন হতেই পারে। আমরা আগামী দিনের জন্য আশাবাদী। আশা করছি ভালো জায়গা থেকে শুরু করতে পারবো।”

জিম্বাবুয়ের আরও বেশি টেস্ট ম্যাচ খেলা দরকার উল্লেখ করে মুজারাবানি বলেন, “আমাদের আরও বেশি ম্যাচ খেলা দরকার। যদি ভালো পারফর্ম করি, তাহলে আইসিসি আমাদের আরও ম্যাচ দেবে। সামনে বেশ কিছু টেস্ট রয়েছে, সেগুলোতে আমরা ভালো খেলতে চাই।”

শেষে আত্মবিশ্বাস নিয়ে বলেন, “আমরা এখনো ম্যাচে আছি। টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা, একেক দিন একেক রকম হয়। আমাদের বিশ্বাস আছে, আমরা এখনো এগিয়ে আছি।”

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়