ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

স্টেগেনের ফেরার ম্যাচে পিছিয়ে পড়েও জিতল ‘কামব্যাক কিং’ বার্সা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৪ মে ২০২৫   আপডেট: ১৪:২৩, ৪ মে ২০২৫
স্টেগেনের ফেরার ম্যাচে পিছিয়ে পড়েও জিতল ‘কামব্যাক কিং’ বার্সা

ইনজুরি কাটিয়ে টের স্টেগেন সাত মাস পর মাঠে ফেরলিন। অথচ গা গরম হওয়ার আগেই গোল হজম করে বসলেন। তবে এই জার্মান গোলরক্ষক অবশ্য শেষ পর্যন্ত হাসি মুখেই মাঠ ছাড়তে পেরেছেন। স্প্যানিশ লা লিগা ম্যাচে পিছিয়ে পড়েও রাফিনহা এবং ফারমিন লোপেজ গোলে ২-১ ব্যবধানে রিয়াল ভায়াদোলিদকে হারায় বার্সেলোনা। ম্যাচ শেষে স্টেগেন জানালেন, তিনি মাঠে ফেরার জন্য মুখিয়ে ছিলেন।

এই মৌসুমে (২০২৪-২৫) লা লিগায় বার্সেলোনা এ নিয়ে পঞ্চমবার পিছিয়ে পড়েও ম্যাচ জিতল। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা এই মৌসুমে পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছে ৮টি, যার মধ্যে শুধু ২০২৫ সালেই ৬টি।

অবনমন অঞ্চলে থাকা ভায়াদোলিদের বিপক্ষে এই জয়ের ফলে লা লিগা শিরোপার দিকে আরো একধাপ এগিয়ে গেল বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে এখন কাতালান জায়ান্টদের ৭ পয়েন্টের পার্থক্য। যদিও এক ম্যাচ কম খেলেছে লস ব্ল্যাঙ্কসরা। ৩৪ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৭৯ পয়েন্ট। রবিবার (৪ মে) রাতে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

আরো পড়ুন:

ভায়াদোলিদ ম্যাচের ষষ্ঠ মিনিটেই চমক জাগিয়ে এগিয়ে যায়। রাউল মোরোর পাস থেকে ইভান সানচেজের ডিফ্লেক্টেড একটি ক্রস জার্মান গোলরক্ষক স্টেগেনের পাশ দিয়ে জালে চলে যায়। বার্সেলোনা প্রথমার্ধে সমতা ফেরানোর চেষ্টা করলেও, ভায়াদোলিদের গোলরক্ষক আন্দ্রে ফেরেইরার দারুণ গোলকিপিংয়ে সেটা সম্ভব হয়নি। তিনি আনসু ফাতি ও লোপেজের শট ঠেকিয়ে দেন। বার্সা ছন্দ পেতেই হিমশিম খাচ্ছিল।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা ছন্দে ফিরে। ৫৪তম মিনিটে লামিনে ইয়ামালের ক্রস ফেরেইরা ঠেকাতে পারলেও ফিরতি বলে চমৎকার হাফভলিতে গোল করেন বদলি খেলোয়াড় রাফিনহা। এরপর ৬০তম মিনিটে জেরার্দ মার্টিনের নিখুঁত পাস থেকে লোপেজ দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন।

ম্যাচ শেষে স্টেগেন বলেন, “আমি এই ম্যাচটি খেলতে মুখিয়ে ছিলাম এবং জয় পাওয়াটা সবসময়ই ভালো। আমরা আমাদের ভালো ফর্ম ধরে রেখেছি, যা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যখন আপনি ১-০ গোলে পিছিয়ে পড়েন, তখন যেকোনো দলের জন্যই সেটা কঠিন। তাদের (ভায়াদোলিদ) হারানোর কিছু ছিল না, কষ্ট করে খেলেছে। কিন্তু আমাদের যা দরকার ছিল, সেটা করেছি।”

ম্যাচটি অল্প সময়ের জন্য বন্ধ গয়ে গিয়েছিল। যখন ১৯ বছর বয়সী অভিষক্ত দানি রদ্রিগেজ চোটে মাঠে পড়ে থাকেন। পরে লামিন ইয়ামাল এই ত্রুণের বদলি হিসেবে নামেন। বার্সা মিডফিল্ডার গাভিকেও হারায় চোটের কারণে। যদিও ম্যাচ শেষে ফ্লিক এই চোটকে তেমন পাত্তা দিলেন না।

ফ্লিক বলেন, “আমি মনে করি গাভি ঠিক আছে। আমি আশা করি এটা গুরুতর চোট না। ম্যাচের পর সে বলেছে ঠিক আছে। তবে আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

স্টেগেন সাত মাস পর চোট কাটিয়ে মাঠে ফিরলেও ফ্লিক নিশ্চিত করেন যে, ইন্টার মিলান এবং আসন্ন এল ক্লাসিকোতে গোলপোস্টে ভয়চেক সেজনিই থাকবেন।

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়