ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদ্রাসা থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি পেসার রুবেলের ভাতিজা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১০, ৮ মে ২০২৫   আপডেট: ০১:১৮, ৮ মে ২০২৫
মাদ্রাসা থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি পেসার রুবেলের ভাতিজা

জাতীয় ক্রিকেটার পেসার রুবেল হোসেনের ভাতিজা, হাফেজ তামিম হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রুবেলের বড় ভাই সাগর হোসেনের ছেলে তামিম। 

বুধবার (৭ মে) সন্ধ্যায় মাদ্রাসা থেকে বেরোনোর পর তামিম আর বাড়ি ফেরেননি। রুবেল মুঠোফোনে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বিষয়টি।  

রুবেল বর্তমানে বাগেরহাটে অবস্থান করছেন। মুঠোফোনে তিনি বলেন, "মাদ্রাসা থেকে বেরোনোর পর আর বাড়ি আসেনি আমার ভাতিজা। আমরা বাগেরহাটে খুঁজেছি। পাওয়া যাচ্ছে না। প্রশাসনকে জানানো হয়েছে।"

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুবেল লেখেন, "আমি পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছি। আজকের দিনটি আমার জন্য বেদনার। আমার বড় ভাইয়ের ছেলে হাফেজ তামিম হোসেন বয়স ১৪ বছর। বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে আনুমানিক সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ রয়েছে। কেউ যদি তাকে খুঁজে পান। নিচে দেয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।"  

খুঁজে পাওয়া গেলে এই নম্বরে (পিতা: সাগর হোসেন +880 1960-070413) যোগাযোগ করার অনুরোধ করেছেন রুবেল। 

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়