আর্তেতার চাওয়া চ্যাম্পিয়নস লিগে এবার যেন পিএসজি-ই জেতে
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে হেরে বিদায় নিতে হয়েছে আর্সেনালকে। তবে এই পরাজয়ের পর প্রতিপক্ষ পিএসজির প্রতি শুভকামনা জানাতে ভোলেননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তিনি চান, এবার যেন বহু কাঙ্ক্ষিত ইউরোপ সেরার মুকুটটা অবশেষে ঘরে তোলে ফরাসি জায়ান্টরা।
বুধবার (০৭ মে) রাতে পার্ক দেস প্রিন্সে দ্বিতীয় লেগে ২-১ গোলে জেতে পিএসজি। প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে তারা ১-০ গোলে জয় পেয়েছিল। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে আর্সেনালকে হারিয়ে ৩১ মে তারিখে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট নিশ্চিত করে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। ওদিকে প্রথম সেমিফাইনালে বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে হারিয়ে ফাইনালের অপর দল হয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
ম্যাচ শেষে ফ্রেঞ্চ টিভি চ্যানেল ‘ক্যানাল প্লাস’-এর সঙ্গে কথা বলার সময় আর্তেতা বলেন, “আমি সত্যি মন থেকে চাই পিএসজি এবার চ্যাম্পিয়ন হোক। এখানকার (ফ্রান্স) সঙ্গে আমার অতীত সম্পর্ক আছে বলেই এমনটা বলছি।”
তিনি আরও যোগ করেন, “এখনই হয়তো ‘গো প্যারিস’ বলার সময় নয়, কিন্তু ফাইনালে যখন ওরা খেলবে, তখন আমি ওদের পক্ষেই থাকবো।”
নিজ দলের প্রশংসা করতেও ভুল করেননি আর্সেনাল কোচ। একের পর এক ইনজুরির ধাক্কা সামলেও যেভাবে লড়াই করেছে তার দল, তাতে সন্তুষ্ট আর্তেতা।
“আমি ছেলেদের ওপর দারুণ গর্বিত। এত ইনজুরি সমস্যার মধ্যেও তারা যেভাবে লড়েছে, সেটা প্রশংসার যোগ্য,” বলেন তিনি।
“আমরা এখানে এসেছি একেবারে বাজে অবস্থায়। এমন ম্যাচে সফল হতে হলে পুরো স্কোয়াড ফিট থাকা দরকার। ওদের হাতে ছিল পুরো এক সপ্তাহের প্রস্তুতি, আর আমরা এসেছি ইনজুরি আর ক্লান্তি নিয়ে। তবু এই পরিস্থিতিতে দল যেভাবে লড়েছে, সেটা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”
ঢাকা/আমিনুল