ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে স্থগিত আইপিএল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ৯ মে ২০২৫   আপডেট: ১৩:৩১, ৯ মে ২০২৫
ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে স্থগিত আইপিএল

সীমান্ত অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ আসর স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। একটি আনুষ্ঠানিক ঘোষণা খুব দ্রুতই বিসিসিআইয়ের তরফে প্রকাশিত হবে বলে জানা গিয়েছে।

এমন একটা সিদ্ধান্ত যে আসতে যাচ্ছে সেটা অনুমান করা গিয়িয়েছিল একদিন আগেই। বৃহস্পতিবার (৮ মে) ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের খেলা চলাকালীন হঠাৎই ম্যাচটি স্থগিত করা হয়।

আরো পড়ুন:

ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে প্রিয়াংশ আর্যের ৩৪ বলে ৭০ ও প্রাভসিমারন সিংয়ের ২৮ বলে ৫০ রানের কল্যাণে ১০.১ ওভারেই ১ উইকেটের বিনিময়ে ১২২ রান তুলে ফেলে পাঞ্জাব। এরপরই হঠাৎ ম্যাচ পরিত্যক্ত হয়। নিরাপত্তাজনিত কারণে ধর্মশালা সহ আশপাশের বিমানবন্দরসমূহ বন্ধ ঘোষণা করা হয়। ফলে দুই দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি বিশেষ ট্রেনে করে শুক্রবার সকালে দিল্লি আনার ব্যবস্থা করে আইপিএলের কতৃপক্ষ।

এখন পর্যন্ত চলমান আপিএলে ৫৮টি ম্যাচ সম্পন্ন হয়েছে। যার মধ্যে ধর্মশালার পরিত্যক্ত ম্যাচটিও অন্তর্ভুক্ত। গ্রুপ পর্বের আরও ১২টি ম্যাচ বাকি ছিল। এর পর প্লে’অফ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হায়দরাবাদ ও কলকাতাতে।

গ্রুপ পর্বে কোন ফ্র্যাঞ্জাইজির কটা ম্যাচ বাকি

লক্ষৌ- ২টি ম্যাচ
হায়দরাবাদ- ১টি
আহমেদাবাদ-  ৩টি
দিল্লি- ১টি
চেন্নাই- ১টি
বেঙ্গালুরু- ২টি
মুম্বাই- ১টি
জয়পুর- ১টি

বিশেষজ্ঞদের মতে, বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে এমন একটি সিদ্ধান্ত অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল। ক্রিকেটভক্তরা হতাশ হলেও ভারতের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়