ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেস্ট থেকে রোহিতের অবসর নিয়ে আথারটনের খোঁচা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ১০ মে ২০২৫   আপডেট: ১৬:০৩, ১০ মে ২০২৫
টেস্ট থেকে রোহিতের অবসর নিয়ে আথারটনের খোঁচা

বুধবার (৭ মে) ভোর রাতে ভারত হামলা চালায় পাকিস্তানে। সেদিন গোটা দক্ষিণ এশিয়ার মনোযোগ ছিল যুদ্ধের দিকে। টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে এই দিনটাকেই বেছে নিয়েছিলেন রোহিত শর্মা। সাদা পোষাকে ভারতের জার্সি গায়ে আর খেলবেন না রোহিত।

সাবেক ইংল্যান্ড ক্রিকেটার মাইকেল আথারটন মনে করেন, রোহিত সম্ভবত বুঝতে পেরেছিলেন যে তিনি ভারতের টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন। তাই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তিনি লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘোষণা এলো ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর মাত্র এক মাস আগে।

টেস্টে রোহিতের ওপর অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে প্রচণ্ড চাপ ছিল। বিশেষ করে ভারতের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সের কারণেই এই চাপ আরও বাড়ে।

এই প্রসঙ্গে আথারটন বলেন, “গুজব ছিল যে দলে রোহিতের জায়গা অনিশ্চিত হয়ে উঠেছে। তিনি বুঝে গিয়েছিলেন যে ইংল্যান্ড সিরিজে হয়তো দলে রাখা হবে না তাঁকে। হয়ত সেই কারণেই অবসর নিলেন। অবসরটা পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত ছিল, নাকি কিছু আঁচ করেছিলেন? আমরা শুধু অনুমান করতে পারি, কিন্তু এই খবরটা মোটেই চমকপ্রদ ছিল না।”

তিনি আরও বলেন, “ম্যাচ হারলে এবং রান না করলে সেটা যে কোনো অধিনায়কের জন্য কঠিন পরিস্থিতি। রোহিতের অধিনায়কত্বে ভারত শেষ ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে।”

রোহিতের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার এক দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল। তবে টেস্ট দলে নিয়মিত হতে তার অনেক সময় লেগেছিল। আথারটন বলেন, “ওয়ানডে ক্রিকেটে তিনি সর্বকালের অন্যতম সেরা ওপেনার হিসেবে স্মরণীয় থাকবেন, কিন্তু তার টেস্ট ক্যারিয়ারটা কিছুটা অদ্ভুত ছিল। তিনি ক্যারিয়ারে দুই ভাগে খেলেছেন বলা চলে। প্রথমে দীর্ঘ সময় দলেরবাহিরে ছিলেন, পরে নিয়মিত হয়ে ওঠেন।”

রোহিত শর্মা ৬৭টি টেস্টে ৪,৩০১ রান করেছেন, গড় ৪০.৫৮। রয়েছে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরি। আথারটনের ভাষায়, “এটি একটি ভালো রেকর্ড, তবে অসাধারণ নয়।”

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়