ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

মায়ামিতে সবচেয়ে বড় হারের স্বাদ পেলেন মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১১ মে ২০২৫   আপডেট: ১৬:২২, ১১ মে ২০২৫
মায়ামিতে সবচেয়ে বড় হারের স্বাদ পেলেন মেসি

মেজর সকার লিগে (এমএলএস) ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর লিওনেল মেসির ক্যারিয়ারে সবচেয়ে বড় হারের ঘটনা ঘটল স্থানীয় সময় শনিবার (১০ মে) রাতে। মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হলো ইন্টার মায়ামি, যা মেসির এই ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়।

দ্বিতীয়ার্ধে দলের হয়ে একমাত্র গোলটি করেন মেসি। কিন্তু দিনটি যে মায়ামির রক্ষণভাগের জন্য দুঃস্বপ্ন ছিল তা বলার অপেক্ষা রাখে না। সব প্রতিযোগিতা মিলিয়ে গত পাঁচ ম্যাচে এটি ছিল তাদের চতুর্থ হার। আর এই পাঁচ ম্যাচে দলটি হজম করেছে ১৪টি গোল!

দলের আক্রমণের অন্যতম ভরসা লুইস সুয়ারেজ চোটের কারণে মাঠে নামতে পারেননি। ফলে ইন্টার মায়ামির কোচ পরিচিত কোন স্ট্রাইকার ছাড়াই দল সাজান। যেখানে মেসিকে দেখা যায় মাঝমাঠে ভাসমান ভূমিকায়। ম্যাচের ৩২ মিনিটে জোয়াকিন পেরেইরার দুর্দান্ত এক পাস থেকে কার্লোস হারভের সহায়তায় গোল করে মিনেসোটাকে এগিয়ে দেন বংকোহুলে হ্লোংওয়ানে।

আরো পড়ুন:

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে মিনেসোটা। মাইকেল বক্সালের লম্বা থ্রো-ইন মাথা ছুঁয়ে ডি-বক্সে পৌঁছায়। সেখান থেকে নিকোলাস রোমেরোর হেড এবং অ্যান্থনি মার্কানিচের সহজ ফিনিশে দ্বিতীয় গোলটি পায় দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ব্যবধান কমায় ইন্টার মায়ামি। কিন্তু এরপরই আবার রক্ষণের ভাঙন ধরা দেয়। কর্নার থেকে তানি ওলুওয়াসেয়ি হেড করেন। যার রিবাউন্ডে মাথা ছুঁয়ে গোল করেন ডিফেন্ডার মার্সেলো ওয়েইগান্ট।

চতুর্থ গোলটি আসে রবিন লডের পা থেকে। নোয়া অ্যালেনের পাস থেকে দারুণ সাইডফুট ফিনিশে ইন্টার মায়ামির পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি।

পয়েন্ট তালিকায় বর্তমানে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে রয়েছে চতুর্থ স্থানে। আর মিনেসোটা ওয়েস্টার্ন কনফারেন্সে উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

আগামী বৃহস্পতিবার (১৫ মে) সান হোসের মুখোমুখি হবে মেসির দল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়