ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

এল ক্লাসিকো: প্রথমার্ধেই ৬ গোল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ১১ মে ২০২৫   আপডেট: ২১:৫৭, ১১ মে ২০২৫
এল ক্লাসিকো: প্রথমার্ধেই ৬ গোল

লা লিগার চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। উত্তেজনায় ঠাসা প্রথমার্ধে দেখা গেছে গোলবন্যা—মোট ৬টি গোল। এর মধ্যে বার্সেলোনা এগিয়ে রয়েছে ৪-২ ব্যবধানে।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই নাটকীয় মোড় নেয়। বার্সেলোনার গোলরক্ষক ভয়চেক সেজনি বক্সের ভেতর কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকেই গোল করে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। এরপর ১৪তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি, রিয়ালকে নিয়ে যান ২-০ ব্যবধানে এগিয়ে।

তবে সান্ত্বনার পর নয়, পাল্টা আক্রমণেই ম্যাচে ফিরে আসে বার্সেলোনা। ১৯তম মিনিটে কর্নার থেকে ফেরান তোরেসের বাড়ানো বলে হেড করে জাল কাঁপান এরিক গার্সিয়া। ৩২ মিনিটে আবারও তোরেসের পাস থেকেই লামিনে ইয়ামাল লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা ফেরান।

আরো পড়ুন:

তারপর যেন ঝড় বইয়ে দেন বার্সার খেলোয়াড়রা। ৩৪তম মিনিটে পেদ্রির নিখুঁত পাস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করেন রাফিনহা, বার্সাকে এনে দেন ৩-২-এর লিড। বিরতির ঠিক আগে, অর্থাৎ ৪৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান এই ব্রাজিলিয়ান। ফলে হান্সি ফ্লিকের শিষ্যরা ৪-২ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে ফিরে যায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়