টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল ৪৪ কোটি, বাংলাদেশ পাবে কত?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের পুরস্কার অর্থের পরিমাণ আজ প্রকাশ করেছে আইসিসি। এবার অবশ্য অর্থের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এবারের আসরে মোট ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৭০ কোটি ৮ লাখ টাকা) পুরস্কার হিসেবে বরাদ্দ করা হয়েছে, যা আগের আসরের তুলনায় প্রায় দ্বিগুণ।
চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। বিজয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন ডলার (প্রায় ৪৪ কোটি টাকা), আর রানার্সআপ দল পাবে ২.১৬ মিলিয়ন ডলার (প্রায় ২৬ কোটি টাকা)।
বাংলাদেশ পাবে কতো?
বাংলাদেশ দল এবার কিছুটা উন্নতি করেছে। ১২ ম্যাচে ৪টি জয় নিয়ে তারা সপ্তম স্থানে রয়েছে। এর ফলে, বাংলাদেশ পাবে ৭ লাখ ২০ হাজার ডলার (প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকা)।
অন্যান্য দলের প্রাইজমানির পরিমাণ:
ভারত (তৃতীয় স্থান): ১.৪ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৭ কোটি টাকা),
নিউজিল্যান্ড (চতুর্থ স্থান): ১.২ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৪ কোটি টাকা),
ইংল্যান্ড (পঞ্চম স্থান): ৯ লাখ ৬০ হাজার ডলার (প্রায় সাড়ে ১১ কোটি টাকা),
শ্রীলঙ্কা (ষষ্ঠ স্থান): ৮ লাখ ৪০ হাজার ডলার (প্রায় সাড়ে ১০ কোটি টাকা),
ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম স্থান): ৬ লাখ ডলার (প্রায় ৭ কোটি টাকা),
পাকিস্তান (নবম স্থান): ৪ লাখ ৮০ হাজার ডলার (প্রায় পৌনে ৬ কোটি টাকা)।
ফাইনাল ম্যাচের সময়সূচি:
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শুরু হবে আগামী ১১ জুন, ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া তাদের নিজ নিজ দল ঘোষণা করেছে।
ঢাকা/আমিনুল