ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব, রাজস্থানের বিদায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ১৮ মে ২০২৫  
প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব, রাজস্থানের বিদায়

আইপিএলের জমজমাট লড়াইয়ে এক অনবদ্য জয়ে প্লে-অফে পা দিয়ে রাখল পাঞ্জাব কিংস। আজ রোববার (১৮ মে) জয়পুরে স্বাগতিক রাজস্থান রয়্যালসকে ১০ রানে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। সমান ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে থাকা বেঙ্গালুরুর কাঁধে কাঁধ মিলিয়ে।

পাঞ্জাবের ইনিংসে প্রথমদিকে ধাক্কা খেলেও শেষভাগে শশাঙ্ক সিং ও আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত জুটিতে দুইশ ছাড়িয়ে যায় স্কোর। টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় তারা দাঁড় করায় ৫ উইকেটে ২১৯ রানের চ্যালেঞ্জিং স্কোর।

আরো পড়ুন:

নেহাল ওয়াধেরা খেলেন ম্যাচের সেরা ইনিংস—৩৭ বলে ৭০ রান। যাতে ছিল পাঁচটি চার ও ছয়টি ছয়। তাকে সঙ্গ দিয়ে শশাঙ্ক ৩০ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। ওমরজাই মাত্র ৯ বলে ২১ রান করে ঝড় তোলেন ইনিংসের শেষভাগে। তাদের ৬০ রানের জুটিই গড়ে দেয় ম্যাচের ভিত্তি।

লক্ষ্য তাড়ায় রাজস্থান রয়্যালস শুরুটা করে ধুন্ধুমার গতিতে। যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশীর ব্যাটে পাওয়ার প্লেতে তারা তোলে ৮৯ রান। কিন্তু এরপরেই ঘটে ছন্দপতন। জয়সওয়ালের হাফসেঞ্চুরি (২৫ বলে ৫০) ও বৈভবের ঝড়ো ৪০ রানের ইনিংস যেন হয়ে দাঁড়ায় ‘ভেস্তে যাওয়া সম্ভাবনা’র প্রতীক।

মিডল অর্ডারে একে একে স্যামসন (২০), পরাগ (১৩) ও হেটমায়ার (১১) ব্যর্থ হওয়ায় চাপ গিয়ে পড়ে ধ্রুব যুরেলের ওপর। যুরেল একপ্রান্ত ধরে রেখে ৩১ বলে ৫৩ রানের ঝলমলে ইনিংস খেললেও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি।

শেষ ওভারে দরকার ছিল ২২ রান। মার্কো ইয়ানসেন প্রথম দুটি বলেই চাপ বাড়ান, আর তৃতীয় বলেই যুরেল ক্যাচ দিয়ে বিদায় নিলে কার্যত নিভে যায় রাজস্থানের আশার আলো। যদিও শেষে মাফাকার দুইটি বাউন্ডারি হার মানিয়ে দেয়নি লড়াকু চেষ্টাকে।

শেষ পর্যন্ত ৭ উইকেটে ২০৯ রানেই থেমে যায় রাজস্থানের ইনিংস। আর পাঞ্জাব হাত তুলে নেয় গুরুত্বপূর্ণ এক জয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়