ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইনজুরিতে সৌম্য, মিস করলেন পুরো সিরিজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২১ মে ২০২৫  
ইনজুরিতে সৌম্য, মিস করলেন পুরো সিরিজ

আরব আমিরাতের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে ছিলেন না সৌম্য সরকার। তৃতীয় টি-টোয়েন্টিতেও একাদশে জায়গা হলো না এই অলরাউন্ডারের। ইনজুরির কারণেই পুরো সিরিজ বেঞ্চে বসে কাটাচ্ছেন সৌম্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ক্রমাগত ব্যাক পেইনের কারণে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় এবং শেষ  টি -টোয়েন্টিতেও থাকছেন না সৌম্য।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান সৌম্য সরকারের ইনজুরির সম্পর্কে আপডেট জানিয়েছেন। তার ভাষ্যমতে, বিগত সাত দিন ধরে পিঠের ডানদিকের ব্যথায় ভুগছিলেন সৌম্য।

বায়জেদুল বলেন, ‘‘তৃতীয় ম্যাচের আগে সৌম্যের একটি টেস্ট করা হয়েছিল। তাতে তাকে তৃতীয় ম্যাচের জন্যেও ফিট মনে হয়নি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার আগে তার পুরোপুরি সুস্থ হওয়া প্রয়োজন।

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়