ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টিস্নাত দিনে ‘কুল-বিএসজেএ’ মিডিয়া কাপে ফুটবল আনন্দ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ২৯ মে ২০২৫  
বৃষ্টিস্নাত দিনে ‘কুল-বিএসজেএ’ মিডিয়া কাপে ফুটবল আনন্দ

সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বঙ্গোপসাগরে একটি লঘুচাপের কারণে থেমে থেমে নামছিল বৃষ্টি—কখনো ঝুমে, কখনো গুছিয়ে। প্রকৃতির এমন মনখারাপের দিনে শৈশবে ফিরে গেলেন একঝাঁক গণমাধ্যমকর্মী। মাথায় বৃষ্টি, পায়ে কাদা—এসব উপেক্ষা করে ফুটবলের আনন্দে মেতে উঠলেন তারা পল্টন মাঠে।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) -এর ব্যবস্থাপনায় ও স্কয়ার টয়লেট্রিজ -এর পৃষ্ঠপোষকতায় চলছে ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট’। আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত আটটি খেলার মধ্য দিয়ে নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ।

আরো পড়ুন:

দেশের শীর্ষস্থানীয় ৩২টি মিডিয়া হাউসের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের বৃষ্টিস্নাত দিনে জয় পেয়েছে— এটিএন বাংলা, দেশ টিভি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক প্রথম আলো, চ্যানেল আই, এখন টিভি, ঢাকা ট্রিবিউন ও দৈনিক যুগান্তর।

দিনের প্রথম ম্যাচে বৈশাখী টিভিকে ৩-১ গোলে হারায় এটিএন বাংলা। ম্যাচে দুটি গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন দলের আদদ্বীন সজীব।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেশ টিভি ও বিটিভির ম্যাচ ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ১-০ ব্যবধানে জয় পায় দেশ টিভি। ম্যাচসেরা হন দেশ টিভির গোলরক্ষক শাওন।

বৃষ্টিভেজা মাঠে গোলশূন্য ড্র হয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক কালের কণ্ঠের ম্যাচ। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ম্যাচসেরা হন দলের পরিবর্তিত গোলরক্ষক আরিফ চৌধুরী পাভেল।

দৈনিক প্রথম আলো ও চ্যানেল ২৪-এর মধ্যকার ম্যাচেও গোল হয়নি নির্ধারিত সময়ের মধ্যে। টাইব্রেকারে ৪-২ গোলে জয়ী হয় প্রথম আলো। ম্যাচসেরা হন গোলরক্ষক তানভীর আহমেদ।

দৈনিক সমকালকে ১-০ গোলে হারায় চ্যানেল আই। জয়সূচক গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন আব্দুল্লাহ আল নওফেল।

এখন টিভি ও নিউজ ২৪-এর ম্যাচ ১-১ গোলে ড্র হয়। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে এখন টিভি। ম্যাচসেরা হন গোলরক্ষক প্রধাংশু বর্মন।

সমানে সমান লড়াই শেষে দ্য ডেইলি স্টার ও ঢাকা ট্রিবিউনের ম্যাচও ১-১ গোলে ড্র হয়। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয়ী হয় ঢাকা ট্রিবিউন। গোল করা ও পরিবর্তিত গোলরক্ষক হিসেবে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচসেরা হন ফজলে রাব্বি মুন।

দিনের শেষ ম্যাচে আরটিভিকে ৩-০ গোলে হারায় দৈনিক যুগান্তর। জোড়া গোল করে ম্যাচসেরা হন অতিথি খেলোয়াড় মাঝহারুল ইসলাম মিঠুন।

বৃষ্টির মাঝেও উৎসবমুখর পরিবেশে ম্যাচগুলো সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও বিএসজেএ সহ-সভাপতি রায়হান আল মুঘনি এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ইয়াসিন হাসান রাব্বি।

কোয়ার্টার ফাইনাল সূচি (শনিবার):
কোয়ার্টার ফাইনাল ১:
গ্রুপ ‘এ’ (এটিএন বাংলা) বনাম গ্রুপ ডি (এখন টিভি)।
কোয়ার্টার ফাইনাল ২: গ্রুপ ‘বি’ (প্রথম আলো) বনাম গ্রুপ সি (দৈনিক যুগান্তর)।
কোয়ার্টার ফাইনাল ৩: গ্রুপ ‘ই’ (ঢাকা ট্রিবিউন) বনাম গ্রুপ এইচ (চ্যানেল আই)।
কোয়ার্টার ফাইনাল ৪: গ্রুপ ‘এফ’ (দেশ টিভি) বনাম গ্রুপ জি (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)।
 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়