ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিরাট টেস্টে ফিরতে পারেন যদি…

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৭ জুন ২০২৫   আপডেট: ১২:৩৫, ৭ জুন ২০২৫
বিরাট টেস্টে ফিরতে পারেন যদি…

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাইকেল ক্লার্ক বিশ্বাস করেন, বিরাট কোহলি টেস্টে ফিরতে পারেন। যদি আসন্ন ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ ভারত বাজেভাবে হেরে যায় এবং নির্বাচকরা বিরাটকে টেস্ট খেলার অনুরোধ করেন তাহলে বিরাট নিজের সিদ্ধান্ত বলদাতেও পারেন। 

শচীন পরবর্তী সময়ে ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে পুনরায় টেস্ট ক্রিকেটে দেখতে চান ক্লার্ক। তার বিশ্বাস অবসর ভেঙে বিরাট সাদা পোশাকে ফিরতেও পারেন।

আরো পড়ুন:

লম্বা টেস্ট ক্যারিয়ার বিরাটের। ১৪ বছরে ১২৩ টেস্ট খেলেছেন। এই ফরম‌্যাটে ৩০ সেঞ্চুরিসহ করেছেন ৯ হাজার ২৩০ রান। যেখানে তার গড় রান ৪৬.৮৫। টেস্ট ক‌্যারিয়ার যেভাবে হয়তো গড়ে তুলতে চেয়েছিলেন সেভাবে পারেননি। বিশেষ করে শেষটা। শেষ ৩৯ টেস্টে সেঞ্চুরি মোটে তিনটি। এই সময়ে তার ব্যাটিং গড় ৩০.৭২। ১০ হাজার টেস্ট রানও নেই। তাতে আক্ষেপ হওয়ার কথা।

গত সপ্তাহেই প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন। বিরাট আইপিএল জেতার মঞ্চে টেস্ট ক্রিকেটের প্রতি নিবেদন প্রকাশ করেন, ‘‘কিন্তু তারপরও এটা (আইপিএল) টেস্ট ক্রিকেট থেকে পাঁচ স্তর নিচে। টেস্ট ক্রিকেটকে আমি এতটাই মূল্য দিই, এতটাই ভালোবাসি।’’

ক্রিকেটের এই বনেদি সংস্করণে বিরাটকে দেখতে চেয়েছেন ক্লার্ক। বিয়োন্ড২৩ ক্রিকেট পডকাস্টে – ক্লার্ক বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি, ভারত ইংল্যান্ড সফরে গিয়ে উদহারণ হিসেবে বলছি, যদি ৫-০ ব্যবধানে হেরে যায় তাহলে ভক্তরা অবশ্যই বিরাটকে অবসর ভেঙে জাতীয় দলে দেখতে চাইবে। পুনরায় তাকে টেস্ট ক্রিকেটে দেখতে চাইবে। সত্যি বলতে, আমি যদি তার অবস্থানে থাকতাম এবং আমাকে যদি আমার অধিনায়ক, নির্বাচক এবং ভক্তরা মাঠে দেখতে চাইতো অবশ্যই তাদের সবার জন্য আমি ফিরে আসতাম।’’

‘‘আমিও বিশ্বাস করি সে ফিরবে। কারণ সে টেস্ট ক্রিকেটকে ভালোবাসে। টেস্ট ক্রিকেটের প্রতি তার নিবেদন, ভালোবাসা এবং যেসব কথা শুনতে পেয়েছেন সেগুলোই নিখাঁদ সত্য।’’ – যোগ করেন ক্লার্ক।

বিরাটকে মিস করবেন জানিয়ে ক্লার্ক আরো বলেছেন, ‘‘বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেছে সেটা হতাশার। এই ফরম্যাটে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। চ্যাম্পিয়ন ক্রিকেটার। আমি নিশ্চিতভাবে তাকে মিস করবো।’’

ক্লার্ক কথা বলেছেন রোহিত শর্মাকে নিয়েও, ‘‘রোহিতও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। আমি মনে করি ট্যাকটিকালি যেকোনো দল তাকে মিস করবে। সে ট্যাকটিকালি সেরা অধিনায়ক।’’

ঢাকা/ইয়াসিন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়