ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিঙ্কুর বাজিমাত, নারী এমপির সঙ্গে গাঁটছড়া বাধলেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৮ জুন ২০২৫   আপডেট: ১৮:০৩, ৮ জুন ২০২৫
রিঙ্কুর বাজিমাত, নারী এমপির সঙ্গে গাঁটছড়া বাধলেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৫ বলে ৫ ছক্কা মেরে রিঙ্কু সিং এমন আলোচনায় এসেছিলেন যে, তার দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান তার বিয়েতে নাচবেন বলে কথা দিয়েছিলেন। 

শুধু তা-ই বলিউড বাদশাহর মেয়ে সুহানা খানের সঙ্গে রিঙ্কুর প্রেম চলছে এমন খবরও ছড়িয়ে পড়ে। বিশেষ করে শাহরুখ তার মান্নাতে রিঙ্কুকে ডিনারে ডাকায় গুঞ্জনটা আরো চর্চা হওয়া শুরু করে। কিন্তু সেসবের আদতে কিছুই হয়নি। 

আরো পড়ুন:

আইপিএলের পর ভারতের জার্সি গায়ে জড়িয়ে মহাতারকা হয়েছেন রিঙ্কু। এবার বাজিমাত করলেন গাঁটছড়া বেধে। ভারতের রাজনীতিতে প্রিয়া সরোজ এখন পরিচিত মুখ। রাজনীতিতে নবাগত এবং বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সী নারী এমপি প্রিয়া সরোজ। তার সঙ্গেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন রিঙ্কু। 

দুজন প্রেম করেই বিয়ের পিঁড়িতে বসেছেন। চলতি বছরের জানুয়ারিতে তাদের সম্পর্কের খবর সামনে আসে। এরপর পারিবারিক আলোচনায় বিয়ের আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন হয়। 

রোববার লক্ষ্ণৌর একটি সাত তারকা হোটেলে তাদের বাগদান হয়। আর বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর, বেনারসে। ২০২৩ সালের আইপিএলের পরেই প্রিয়ার সাথে বন্ধুত্বের ঘনিষ্ঠতা বাড়ে রিঙ্কুর। তারপরেই শুরু হয় দুজনের প্রেম। অবশেষে তাদের চারহাত এক হলো। 

রিঙ্কু সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ফেব্রুয়ারিতে, ইংল্যান্ডের বিপক্ষে। আইপিএলে খেলেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে। কলকাতার হয়ে শিরোপা জিতেছিলেন মারকুটে ব্যাটসম্যান। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়