ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরিফুলের হাত ধরে সীমান্তঘেঁষা উপজেলায় ‘তেঁতুলিয়া টাইটান্স ক্লাব’

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ৮ জুন ২০২৫  
শরিফুলের হাত ধরে সীমান্তঘেঁষা উপজেলায় ‘তেঁতুলিয়া টাইটান্স ক্লাব’

দেশের একেবারে উত্তরের জনপদ পঞ্চগড়ের সীমান্তঘেঁষা উপজেলা তেঁতুলিয়া। সেখানে ক্রীড়াবিদ উঠে আসার সুযোগ-সুবিধা ছিল সামান্য। সেই সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবং তরুণ ক্রীড়া প্রেমী, অনুরাগী ও ক্রীড়াবিদদের স্বপ্ন দেখাতে আত্মপ্রকাশ হয়েছে ‘তেঁতুলিয়া টাইটান্স ক্লাব’। 

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও পঞ্চগড়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম রোববার এই সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্লাবটির সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব সরকার উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময়ে জাতীয় দলের দুই কৃতি খেলোয়াড়- শরিফুল ইসলাম ও মোরশেদ আলীকে সংবর্ধনা দেওয়া হয়। 

আরো পড়ুন:

তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের উদ্দেশ্য শুধু খেলার আয়োজন নয়; বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থানীয় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা ও তাদের গড়ে তোলা। ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল ও ভলিবলসহ সব ক্রীড়া ক্ষেত্রেই নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে উপজেলাকে জাতীয় পর্যায়ে পরিচিত করতে চায় তেঁতুলিয়া টাইটান্স ক্লাব।

শরিফুল নিজের বক্তব্যে বলেছেন, ‘‘আমার শেকড় এই অঞ্চলে। এখানকার তরুণরা অনেক মেধাবী। তাদের পৃষ্ঠপোষকতা করলে একদিন এখান থেকেও জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের উদ্যোগ আমাকে সত্যিই আনন্দিত করেছে। তাদের জন্য শুভ কামনা রইলো।’’ 

তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব সরকার বলেছেন, ‘‘আমাদের তেঁতুলিয়ার ক্রীড়ামুখী তরুণদের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। এই ক্লাব হবে তাদের স্বপ্ন পূরণের সোপান। এই উদ্যোগ নিঃসন্দেহে তেঁতুলিয়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে। সময়ের সঙ্গে সঙ্গে এই ক্লাব স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলো ছড়াবে প্রত্যাশা আমাদের।’’

পঞ্চগড়/নাঈম/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়