ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছন্দে ফিরে ইবাদতের মুখে হাসি, উদযাপনে স‌্যালুট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ১১ জুন ২০২৫   আপডেট: ২১:৩০, ১১ জুন ২০২৫
ছন্দে ফিরে ইবাদতের মুখে হাসি, উদযাপনে স‌্যালুট

মুমিনুল হককে দেওয়া বাউন্সারে উইকেট পাবেন হয় তো কল্পনা করেননি ইবাদত হোসেন। উইকেট থেকে সরে মুমিনুল আপারকাট করলেন। বল গেল থার্ড ম‌্যান অঞ্চলে। এনামুল ক‌্যাচ নিয়ে ফেরালেন মুমিনুলকে। 

পেসার ইবাদতের দিনের তৃতীয় উইকেট। এর আগে সাদমান ইসলাম ও মুশফিকুর রহিমকে ফিরিয়েছেন তিনি। দারুণ এক ইনসুইং বলে মুশফিকুরের উইকেট উপচে ফেলেন ডানহাতি পেসার। যে উইকেট পাওয়ার পর তার মুখে ছিল চওড়া হাসি। ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফেরার পর নিজের উইকেট উদযাপনে স্যালুট দিচ্ছিলেন না দ্রুতগতির এই বোলার।

আরো পড়ুন:

তবে মিরপুর শের-ই-বাংলায় আজ তাকে দুইবার স‌্যালুট দিতে দেখা গেল। শ্রীলঙ্কা সফরের আগে নিজেদের মধ‌্যে দুই দিনের ম‌্যাচ প্রস্তুতি নিচ্ছেন তারা। পুরোনো ছন্দ ফিরে পেয়েছেন বলেই কী পুরোনো উদযাপন ফেরালেন ইবাদত? জানতে একাধিকবার যোগাযোগ করা হয়েছিল। কিন্তু মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। 

পায়ের চোটে দুই বছর বাইরে থাকার পর জাতীয় দলে ফিরেছেন দ্রুতগতির এই বোলার। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। এ কারণে বিশ্বকাপসহ এক বছরের বেশি সময় সব ধরনের খেলার বাইরে ছিলেন। চোট পাওয়ার ১৬ মাস পর গত বছর নভেম্বরে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফেরেন দ্রুতগতির বোলার। এরপর বিপিএল, ঢাকা লিগ ও ‘এ’ দলের ম্যাচ খেলে পুরোনো ডেরায় ফিরেছেন ডানহাতি পেসার। 

জাতীয় দলে ফিরে তার প্রধানতম চ‌্যালেঞ্জ ছিল ছন্দ পাওয়া। শেষ কয়েকদিনের অনুশীলন ও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে আসায় চ‌্যালেঞ্জটা ভালোভাবেই উতরে যেতে পেরেছেন। ১১ ওভার হাত ঘুরিয়েছেন। ৩ মেডেনে ২৮ রানের খরচায় পেয়েছেন ৩ উইকেট। উইকেট সংখ‌্যা তার কার্যকরী বোলিংয়ের প্রমাণ দিচ্ছে। তার চেয়েও বেশি ছন্দময় ছিল তার লাইন ও লেন্থ ধরে বোলিং। ব‌্যাটসম‌্যানদের ভুগিয়েছেন। 

বাংলাদেশের পেস বোলারদের নতুন কোচ টেইট। ঈদের ছুটির একদিন পরই টেইটকে নিয়ে মাঠে নেমে পড়েছিলেন ইবাদত। ইনজুরির আগে লাল ও সাদা বলে সমান্তরালে ইবাদত পারফর্ম করেছেন। সেই ছন্দটাই শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে পেয়ে গেলেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরার পালা। 

হাঁটুর পাঁচটি আলাদা জায়গায় অস্ত্রোপচার করানো লেগেছে ইবাদতের। ট্রেনার নাথান কেলির দারুণ তত্ত্বাবধানে হয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইবাদত বলেছেন, ‘‘সত‌্যি বলতে আমার ক‌্যারিয়ার ২০২৩ সালের পর থেকে থমকে গেছে। আমার প্রধান লক্ষ‌্য যেখানে বিরতি পড়েছে সেখান থেকেই নতুন করে শুরু করা। আমি প্রত‌্যেকের ভালোবাসা ফিরিয়ে দিতে চাই।’’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়