ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

এইচপি স্কোয়াডে মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে সানদিদ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৩, ১১ জুন ২০২৫   আপডেট: ০৯:০০, ১২ জুন ২০২৫
এইচপি স্কোয়াডে মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে সানদিদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম‌্যান্স কোর স্কোয়াডে ডাক পেয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদ। প্রথমবার বিসিবির তত্ত্বাবধান ও পরিচালনায় বিশেষায়িত কোনো স্কোয়াডে ডাক পেলেন সতের পেরোনো এই কিশোর।

চায়নাম‌্যান সানদিদের এরই মধ‌্যে প্রতিযোগিতামূলক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমির হয়ে ৪ ম‌্যাচ ও আগের বছর গাজী টায়ার্স ক্রিকেট একাডিমির হয়ে ১ ম‌্যাচ খেলেছেন। ৫ ম‌্যাচে পেয়েছেন ৭ উইকেট।  

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বয়সভিত্তিক কোনো দলে খেলেননি। তবে বিসিবির বিশেষ স্পিন ক‌্যাম্পে ছিলেন প্রতিশ্রুতিশীল এই ক্রিকেটার।

আরো পড়ুন:

২০২৫-২৬ সেশনের এইচপির কোর স্কোয়াডের জন‌্য ২৮ ক্রিকেটারকে বেছে নিয়েছে বিসিবি। আগামীকাল ১২ জুন ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। শুরুতে ১৩-১৫ জুন পর্যন্ত তাদের স্ক্রিনিং টেস্ট হবে। পরদিন তারা চট্টগ্রাম যাবেন। 

১৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত প্রথম পর্বের ট্রেনিং ক্যাম্প হবে চট্টগ্রামে। ১৫ জুলাই ক্রিকেটাররা রাজশাহী সফরে যাবেন। ১৬ থেকে ১৩ আগস্ট পর্যন্ত রাজশাহীতে চলবে দ্বিতীয় পর্বের ট্রেনিং ক‌্যাম্প। 

এইচপি কোর স্কোয়াড ২০২৫-২৬:

টপ অর্ডার: 

মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, হাবিবুর রহমান সোহান, আইচ মোল্লা। 

মিডল অর্ডার: 

আরিফুল ইসলাম, প্রীতম কুমার ও আহরার আমিন। 

স্পিন অলরাউন্ডার:

রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বী, আশরাফুল হাসান, ওয়াসি সিদ্দিকী। 

পেস অলরাউন্ডার: 

তোফায়েল আহমেদ, চৌধুরী রেজওয়ান, আহমেদ শরিফ ও আব্দুল্লাহ আল মামুন। 

স্পিনার:

নাঈম আহমেদ, নুহায়েল সানদিদ, স্বাধীন ইসলা, নাঈম হোসেন সাকিব। 

পেসার:

রিপন মন্ডল, মারুফ মৃধা, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান পায়েল ও আব্দুল গাফ্ফার।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়