ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্রিকেট থেকে বিরতিতে রশিদ খান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১২ জুন ২০২৫   আপডেট: ১৬:৪৬, ১২ জুন ২০২৫
ক্রিকেট থেকে বিরতিতে রশিদ খান

এক ঝাঁক তারকা নিয়ে মাঠে নামার পরিকল্পনায় বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রিকেট আসর মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। চোট, পারফরম্যান্স ও প্রশাসনিক জটিলতায় আফগান শিবির থেকে একে একে হারিয়ে যাচ্ছেন গুরুত্বপূর্ণ মুখগুলো। তেমনই দুই বড় নাম রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই। এবারের আসরে থাকছেন না তারা। যা ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে দাপট দেখানো রশিদ খান এবার নিজেকে সরিয়ে নিয়েছেন এমএলসি ২০২৫ থেকে। সাময়িক বিরতির আড়ালে লুকিয়ে থাকতে পারে তার হতাশাজনক আইপিএল মৌসুমের প্রভাব। গুজরাট টাইটান্সের হয়ে বল হাতে আগুন ছড়াতে পারেননি এ তারকা লেগস্পিনার। মাত্র ৯ উইকেট আর ৯.৩৪ ইকোনমি রেট নিয়ে শেষ করেছেন মৌসুম। যেখানে প্রতিপক্ষ ব্যাটাররা তার বলেই ৩৩ বার উড়িয়ে বল পাঠিয়েছেন বাউন্ডারি পার! এমন ছন্নছাড়া বোলিংয়ের পর নিজেকে গুছিয়ে নিতে হয়তো দরকার ছিল একটা ছোট্ট বিরতি। সেটাই নিয়েছেন তিনি।

আরো পড়ুন:

এমআই নিউ ইয়র্ক শিবিরের আরেক ভরসা ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেললেও এবার তাকে দেখা যাবে না মার্কিন ক্রিকেটের রঙিন মঞ্চে। ব্যক্তিগত কারণেই পিছিয়ে গেলেন তিনি। যদিও এর পেছনেও ক্লান্তি বা ভবিষ্যতের পরিকল্পনার ইঙ্গিত থাকতে পারে।

এত হতাশার মাঝেও স্বস্তির বাতাস বইছে কিছুটা। নাভিন উল হক, নূর আহমেদ এবং ওয়াকার সালামখেল ইতোমধ্যে যোগ দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিতে। তবে আটকে আছেন গুলবাদিন নাইব ও ফজলহক ফারুকি। যুক্তরাষ্ট্র সরকারের আরোপিত ভিসা নিষেধাজ্ঞা কাটিয়ে তারা আদৌ মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়