ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

১৪ কোটি টাকা জরিমানা গুনলো ম্যানসিটিকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ২০ জুন ২০২৫  
১৪ কোটি টাকা জরিমানা গুনলো ম্যানসিটিকে

ম্যানচেস্টার সিটির জন্য সময়টা ভালো যাচ্ছে না। প্রিমিয়ার লিগে কাঙ্ক্ষিত শিরোপা হাতছাড়া হয়েছে আগেই। তৃতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করতে হয়েছে। সেই হতাশার রেশ কাটতে না কাটতেই আরেকটি ধাক্কা। সময় ব্যবস্থাপনা করতে ব্যর্থ হওয়ায় ১.০৮ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হচ্ছে বর্তমান ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। বাংলাদেশি মুদ্রায় যেটা ১৪ কোটি ২০ লাখ টাকার বেশি।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৯টি ম্যাচে সময়মতো খেলা শুরু করতে ব্যর্থ হয়েছিল সিটি। কখনো ম্যাচ শুরুর সময় পিছিয়েছে, কখনো বা দ্বিতীয়ার্ধে মাঠে ফিরতেও সময় নিয়েছে বেশি। বিশেষ করে, ম্যানচেস্টার ডার্বিতে ২ মিনিট ২৬ সেকেন্ড দেরিতে খেলা শুরুর ঘটনাটি রীতিমতো আলোচনার জন্ম দেয়।

সিটি তাদের এই নিয়ম ভঙ্গের দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করলেও আর্থিক জরিমানা থেকে রেহাই পায়নি। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে নিষেধাজ্ঞার সম্ভাবনার বিষয়েও উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

আরো পড়ুন:

লিগ কর্তৃপক্ষ বলেছে, ম্যাচের সময়ানুবর্তিতা শুধু একটি টিম ম্যানেজমেন্ট বিষয় নয়, এটি ব্রডকাস্টার ও সমর্থকদের প্রতিও সম্মান প্রদর্শন। নির্ধারিত সূচি বজায় রাখতে সব ক্লাবেরই সমান সচেতন থাকা জরুরি।

এটাই প্রথম নয়। আগের মৌসুমেও একই অপরাধে প্রায় ২ মিলিয়ন ইউরো জরিমানা হয়েছিল গার্দিওলার দলের ওপর। সেখান থেকে শিক্ষা না নেওয়াই যেন আবারও ডেকে আনল অর্থনৈতিক বিপর্যয়।

৩২ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপের এবারের টুর্নামেন্টে শুরুটা অবশ্য ভালো হয়েছে ম্যানসিটির। ওয়াইদাদ কাসাব্লাঙ্কার বিপক্ষে ফিল ফোডেন ও জেরেমি ডকুর গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা।

সোমবার (২৩ জুন) আল-আইনের মুখোমুখি হবে গার্দিওলার দল। এরপর ২৭ জুন লড়বে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়