ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

পাঁচ বোলার নিয়েও আপত্তি নেই হাবিবুলের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ২২ জুন ২০২৫  
পাঁচ বোলার নিয়েও আপত্তি নেই হাবিবুলের

গলে প্রথম ইনিংসে ফাইফার, দ্বিতীয় ইনিংসে এক উইকেট—বিদেশের মাটিতে প্রথমবার বোলিং করার সুযোগ পেয়ে বাজিমাত করেছেন নাঈম হাসান। অথচ তার খেলার সুযোগ হতো কি না, সেটাই ছিল বিরাট প্রশ্ন। মেহেদী হাসান মিরাজ জ্বরে আক্রান্ত হওয়ায় গলে খেলতে পারেননি। কলম্বোতে তার ফেরার সম্ভাবনা রয়েছে। মিরাজ ফিরলে একাদশের বাইরে যেতে হবে নাঈমকে? সেই প্রশ্নই উঁকি দিচ্ছে সর্বত্র।

কলম্বোতে কেমন একাদশ হতে পারে? সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার নিজের অভিজ্ঞতা থেকে জানালেন, সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ বোলার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে নাঈম ও মিরাজ দুজনকেই একাদশে রাখা সম্ভব। বাড়তি একজন ব্যাটসম্যানকে বাইরে রেখে বোলিং শক্তি বাড়ানোর পক্ষে তিনি।

মিরপুরে তিনি বলেছেন, “মিরাজ ফিরে আসলে আমরা পাঁচজন বোলার নিয়ে খেলতে পারি। এসএসসিতে পরের ম্যাচ। প্রথম দিনের পর ওখানে উইকেট ফ্ল্যাট হয়ে যায়, যেখানে তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলে না আসলে। আমি জানি না উইকেট কেমন হবে, উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করবে। মিরাজ ফিরে আসলে পাঁচজন বোলার নিয়ে যেতেই পারি। সেক্ষেত্রে একজন ব্যাটসম্যান বসাতে হবে। সেটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ সে ব্যাটিং-বোলিং দুই দিকেই ক্যাপাবল।”

আরো পড়ুন:

দেশের মাটিতে দুই ডানহাতি অফস্পিনার খেলানোর চিন্তা করতে পারে টিম ম্যানেজমেন্ট। মিরাজ ও নাঈম একসঙ্গে খেলতে পারেন। তবে দেশের বাইরে সেই পরিকল্পনা থেকে সরে আসে দল। ব্যাটিংয়ে এগিয়ে থাকায় মিরাজ হয়ে যান ‘অটোমেটিক চয়েস’। ফলে নাঈমকে থাকতে হয় ডাগআউটে, সুযোগের অপেক্ষায়। জুটি বেঁধে তারা কলম্বোতে একসঙ্গে হাত ঘোরাতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়