ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোলবন্যায় শেষ ষোলোতে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২৩ জুন ২০২৫   আপডেট: ১৩:০১, ২৩ জুন ২০২৫
গোলবন্যায় শেষ ষোলোতে ম্যানসিটি

ম্যানচেস্টার সিটির সামনে ছিল সহজ সমীকরণ। শেষ ষোলোতে যেতে চাই জয়। আর সেই লক্ষ্যপূরণের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে গোলের ঝড় তুলল সিটিজেনরা। ক্লাব বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে তারা ৬-০ গোলে হারিয়েছে আরব আমিরাতের ক্লাব আল আইনকে।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। একই সঙ্গে গ্রুপের অন্য দল জুভেন্টাসও জায়গা করে নিয়েছে পরবর্তী পর্বে।

আরো পড়ুন:

ম্যাচে জোড়া গোল করেছেন ইলকায় গুন্দোয়ান। একটি করে গোল করেন আর্লিং হল্যান্ড, ক্লদিও এচেভেরি, অস্কার বব ও রায়ান শেরকি। তরুণ এচেভেরি এবং সদ্য দলে যোগ দেওয়া শেরকির জন্য এটি ছিল ম্যানসিটি জার্সিতে প্রথম গোল।

নবম মিনিটে ম্যাচের গোল উৎসব শুরু হয় গুন্দোয়ানের পা থেকে। এরপর ফ্রি-কিকে এচেভেরি এবং পেনাল্টিতে হল্যান্ড প্রথমার্ধেই ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে আবারও গোল করেন গুন্দোয়ান। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন অস্কার বব (৮৪ মিনিট) ও শেরকি (৮৯ মিনিট)।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ম্যানসিটি। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে জুভেন্টাস রয়েছে দ্বিতীয় অবস্থানে। ফলে এই দুই দলের মধ্যকার বৃহস্পতিবারের ম্যাচে নির্ধারণ হবে গ্রুপ সেরা কে। 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়