বাগদান সারলেন শচীনপুত্র অর্জুন, পাত্রী কে?
ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন। দীর্ঘদিনের সঙ্গী সানিয়া চন্দোকের সঙ্গে ঘরোয়া আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি ছিল কেবল পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে স্নিগ্ধ ও ব্যক্তিগত পরিসরে।
সানিয়া চন্দোকের পরিবার মুম্বাইয়ের প্রখ্যাত ঘাই পরিবার, যারা ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক। অর্থাৎ অর্জুনের নতুন জীবনের ঠিকানা হতে যাচ্ছে এই প্রভাবশালী ব্যবসায়ী পরিবারে।
২৫ বছর বয়সী অর্জুন বাবার মতোই ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। পেস অলরাউন্ডার হিসেবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেন তিনি। আর ঘরোয়া ক্রিকেটে খেলেন গোয়ার হয়ে। এরই মধ্যে তার ঝুলিতে জমা হয়েছে ১৭টি প্রথম শ্রেণির ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচের অভিজ্ঞতা।
অন্যদিকে, সানিয়া পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব কমই সক্রিয় এবং আলোচনার বাইরে থেকে সাধারণ ও শান্ত জীবন পছন্দ করেন।
দীর্ঘদিনের সম্পর্ক এবং দুই পরিবারের সম্মতির ভিত্তিতে তাদের এই বাগদান সম্পন্ন হয়। যা এখন ক্রিকেটপ্রেমী এবং ঘনিষ্ঠ মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।
ঢাকা/আমিনুল