অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে মাফাখা, অভিষেক হচ্ছে ব্রেভিসের
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল সাজাতে বড়সড় পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বাধীন স্কোয়াডে যোগ হয়েছেন তরুণ পেসার কুয়েনা মাফাখা যিনি শুরুর তালিকায় ছিলেন না।
এই পরিবর্তনের খবর নিশ্চিত করেছে আইসিসি, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানায় যে আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা।
২২ বছর বয়সী মাফাখা সম্প্রতি দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি দলে ছিলেন এবং তৃতীয় ম্যাচে খেলেছেন সেই ভেন্যুতেই। যেখানে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তিনি শিকার করেছেন ৯ উইকেট। সিরিজের প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে গড়েন নিজের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।
এর আগে ওয়ানডে অভিষেক সিরিজেও নজর কাড়েন মাফাখা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে শিকার করেছিলেন পাঁচ উইকেট। ফলে নির্বাচকদের আস্থায় জায়গা করে নিতে সময় লাগেনি এই তরুণের।
সিরিজের প্রথম ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে এসে বড় ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক বাভুমা। তিনি জানান, ২২ বছর বয়সী ডিওয়াল্ড ব্রেভিসের ওয়ানডে অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল।
বাভুমা বলেন, “যখনই নতুন মুখগুলোকে দলে দেখি, সেটা সবসময় রোমাঞ্চকর হয়। ব্রেভিস নিয়ে আলোচনাই এখন সবচেয়ে বেশি। সে বারবার প্রমাণ করছে নিজের সামর্থ্য। ওয়ানডে ফরম্যাটে সে কী করতে পারে, সেটাও দেখার অপেক্ষায় আছি।”
ব্রেভিসও টি–টোয়েন্টি সিরিজে ছিলেন দুর্দান্ত ফর্মে। ডানহাতি এই ব্যাটার হয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহক। একটি সেঞ্চুরি ও একটি হাফ–সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকার হালনাগাদ করা স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বোশ, ম্যাথিউ ব্রিটজকে, ডিওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, এইডেন মার্করাম, কুয়েনা মাফাখা, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, লুয়ান-দ্রে প্রেটোরিয়াস, কাগিসু রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।
ঢাকা/আমিনুল