ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেদারল‌্যান্ডস স্কোয়াডে তিন পরিবর্তন, ঢাকায় পা রাখবে বুধবার সকালে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২৬ আগস্ট ২০২৫   আপডেট: ২০:২৬, ২৬ আগস্ট ২০২৫
নেদারল‌্যান্ডস স্কোয়াডে তিন পরিবর্তন, ঢাকায় পা রাখবে বুধবার সকালে

শেষ মুহূর্তে নেদারল‌্যান্ডস স্কোয়াডে তিন পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশে উড়াল দেওয়ার ঠিক আগে স্কোয়াডে পরিবর্তন এনেছেন ডাচরা। স্বাগতিকদের বিপক্ষে তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল বুধবার সকালে ঢাকায় পা রাখবেন ডাচ ক্রিকেটাররা। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে দুই দল।

এর আগে নেদারল‌্যান্ডস ২০১৪ সালে বাংলাদেশ সফর করেছিল। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয় ম‌্যাচ খেলেছিল তারা। এবার আসছে শুধুই তিনটি টি-টোয়েন্টি খেলতে।

আরো পড়ুন:

হুট করেই এই সিরিজ আয়োজন করছে বিসিবি। ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় ভারত আগামী বছর পর্যন্ত সফর পিছিয়েছে। এশিয়া কাপের আগে তাই স্লট ফাঁকা হয়ে যায়। বিসিবি নেদারল‌্যান্ডসকে বাংলাদেশে খেলার আমন্ত্রণ জানালে তারাও সুযোগটি লুফে নেয়।  ডাচদের জন্য এবারের সফর নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে নিশ্চিতভাবেই।

স্কোয়াড ঘোষণার পর অতিথিরা তিনটি পরিবর্তন এনেছে। দলের উল্লেখযোগ্য সংযোজন ১৭ বছর বয়সী অনভিষিক্ত ব‌্যাটসম‌্যান সেড্রিক ডি ল্যাঞ্জে। যিনি অনূর্ধ্ব-১৯ এবং ঘরোয়া টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করছেন।

দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরির কারণে ছিটকে পড়ায় এই পরিবর্তন আনতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। ডি ল্যাঞ্জের সঙ্গে নতুন করে দলে যুক্ত হয়েছেন পেসার সেবাস্তিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। ইনজুরির কারণে বাদ পড়েছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার। আগামীকাল সকালে ঢাকা পৌঁছে আরেকটি  ফ্লাইটে ১০টা ৪০ মিনিটে সিলেট পৌঁছাবে নেদারল্যান্ডস দল।

৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিলেটে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। বৃহস্পতিবার বিকেলে তাদের অনুশীলনে নামার কথা রয়েছে। বাংলাদেশ দল এরই মধ্যে নিজেদের ক্যাম্প শুরু করেছে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়