ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হকি বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২৫
হকি বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত করল বাংলাদেশ

অপ্রত্যাশিত সুযোগ পেয়ে সেটিকে দারুণভাবে কাজে লাগাল লাল-সবুজের হকি দল। ভারতের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার কাজাখস্তানকে ৫-১ গোলে বিধ্বস্ত করে আগামী বছরের হকি বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের দখলে। প্রথম কোয়ার্টারে আশরাফুল ইসলামের গোলেই লিড নেয় দল। দ্বিতীয় কোয়ার্টারে রোমান সরকার জ্বলে ওঠেন। ফিল্ড গোলের পর পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করে ব্যবধান বাড়ান তিনি। ফলে বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

আরো পড়ুন:

তৃতীয় কোয়ার্টারে আবারও গোল করেন রোমান, হ্যাটট্রিকের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত থামেন দুটি গোলেই। তবে দলীয় চতুর্থ গোলের পর জয় নিশ্চিত হয়ে যায়। কিছুক্ষণ পর তায়েব আলী স্কোরলাইন দাঁড় করান ৫-০ তে।

এরপর কাজাখস্তান ৩৭ মিনিটে একটি গোল শোধ করলেও বাংলাদেশের জয় নিয়ে কোনো সংশয় ছিল না। শেষ কোয়ার্টারে আর গোল হয়নি, জয় ছিনিয়ে নেয় জহিরুল ইসলাম রাজনের শিষ্যরা।

এই জয়ের মাধ্যমে এশিয়া কাপে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পেল বাংলাদেশ। অথচ টুর্নামেন্টের শুরুতে অংশগ্রহণই ছিল অনিশ্চিত। নিরাপত্তাজনিত কারণ ও আর্থিক সংকটে পাকিস্তান দল নাম প্রত্যাহার করায় সুযোগ আসে বাংলাদেশের সামনে। একইভাবে ওমান সরে দাঁড়ালে তাদের জায়গা নেয় কাজাখস্তান। সুযোগটা পেয়েই লাল-সবুজের ছেলেরা দেখাল লড়াইয়ের মানসিকতা।

আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরে ভারতে বসবে হকি বিশ্বকাপের আসর। সেখানে খেলতে হলে বাছাইপর্বে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে বাংলাদেশকে। তবে কাজাখস্তানের বিপক্ষে এই জয়ে অন্তত আত্মবিশ্বাসটা অনেকটাই ফিরে পেয়েছে দল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়