ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিবকে ছাড়িয়ে লিটন, পাশে মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:০৪, ২১ সেপ্টেম্বর ২০২৫
সাকিবকে ছাড়িয়ে লিটন, পাশে মোস্তাফিজ

দেশের বাইরে থাকা সাকিব আল হাসান বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলছেন। নানা জটিলতায় তার দেশের জার্সিতে খেলার সুযোগ নেই। সাকিব যা করে গেছেন তাই ইতিহাসের কালিতে লেখা আছে। অর্জনে প্রাপ্তিতে সবসময়ই তিনি সবার সেরা। 

সাকিবের অনুপস্থিতে তার রেকর্ডগুলো হয়ে যাচ্ছে হাতছাড়া। লম্বা সময় ধরে সাকিব ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান। গত বছর দেশের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলা সাকিব ১২৯ ম্যাচে ২৫৫১ রান করেছেন। তার চেয়ে ১৫ ম্যাচ কম খেলে সেই রান টপকে গেছেন বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস।

দুবাইয়ে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানের ইনিংস খেলার পথে সাকিবকে ছাড়িয়ে যান লিটন। ১১৪ ম্যাচে ২৫৫৬ রান করেছেন লিটন। কমপক্ষে ২০০০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের তালিকায় আরো রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। লিটন সাকিব ও মাহমুদুল্লাহর চেয়ে গড় রান ও স্ট্রাইক রেটেও   এগিয়ে আছেন। সবচেয়ে বেশি ১৫ ফিফটিও তার নামের পাশে জ্বলজ্বল করছে।

ব্যাটিংয়ে সাকিবকে লিটনের ছাড়িয়ে যাওয়ার দিনে বোলিংয়ে সাকিবের পাশে বসেছেন মোস্তাফিজুর রহমান। ১২৯ ম্যাচে সাকিবের উইকেট ১৪৯টি। মোস্তাফিজুর ১১৭ ম্যাচে ছুঁয়ে ফেলেছেন সাকিবকে। বাংলাদেশের সুপারস্টারকে ছাড়িয়ে যাওয়া মোস্তাফিজের জন্য সময়ের ব্যাপার মাত্র। 

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়