ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের বোলিং তোপে শ্রীলঙ্কার মামুলি সংগ্রহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫
পাকিস্তানের বোলিং তোপে শ্রীলঙ্কার মামুলি সংগ্রহ

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে রেখেছে পাকিস্তান। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানকে করতে হবে ১৩৪ রান।

ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে তাদের সংগ্রহ ১৩৩ পর্যন্ত যায় মূলত কামিন্দু মেন্ডিসের ব্যাটে ভর করে। তিনি একপ্রান্ত আগলে ৪৪ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন। অধিনায়ক চারিথ আসালঙ্কা ২ চার ও ১ ছক্কায় খেলেন ২০ রানের ইনিংস। এছাড়া চামিকা করুণারত্নে ২ চারে অপরাজিত ১৭, ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৫ ও কুসল পেরেরা খেলেন ১৫ রানের ইনিংস।

আরো পড়ুন:

বল হাতে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ৪ ওভারে ২৮ রানে ৩টি উইকেট নেন। হুসেইন তালাত ৩ ওভারে ১৮ রানে ২টি ও হারিস রউফ ৪ ওভারে ৩৭ রানে নেন আরও ২টি উইকেট। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ১টি উইকেট শিকার করে বল হাতে দুর্দান্ত অবদান রাখেন আবরার আহমেদ।

প্রথম ম্যাচে উভয় দল হার মানায় সুপার ফোরের এই ম্যাচটি পাকিস্তান ও শ্রীলঙ্কা উভয় দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যারা জয় পাবে তারা ফাইনালের আশা বাঁচিয়ে রাখবে। আর যারা হার মানবে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়