বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইয়াসির ঝড়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবারও (০৭ অক্টোবর) বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টির বাধায় সংক্ষিপ্ত হয়ে আসে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ম্যাচ। তবুও এই ম্যাচে উত্তেজনার কমতি ছিল না একফোঁটা। সিলেটের একাডেমি মাঠে বৃষ্টির পর ১৩ ওভারে হওয়া ম্যাচে একসময় ভরাডুবির মুখে ছিল চট্টগ্রাম বিভাগ। কিন্তু ইয়াসির আলী রাব্বির ঝড়ো ব্যাটে ঘুরে দাঁড়িয়ে ৫ উইকেটের দুর্দান্ত জয়ে মাঠ ছাড়ে তারা।
এই জয়ে ৭ ম্যাচের ৫টি জিতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত করল ইয়াসিরদের দল। শুধু তাই নয়, তারা প্রথম কোয়ালিফায়ারও নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) প্রথম কোয়ালিফায়ারে তারা লড়বে খুলনার বিপক্ষে। অন্যদিকে টানা দ্বিতীয় হারের তিক্ততায় পঞ্চম স্থানে নেমে গেল ঢাকা বিভাগ। তারা একইদিন এলিমিনেটর ম্যাচে রংপুরের মুখোমুখি হবে।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটা ছিল আগ্রাসী। ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিশান আলম মাত্র ২.১ ওভারেই তুলে ফেলেন ৩৯ রান। কিন্তু এরপরেই ঢাকার ইনিংস ভেঙে পড়ে। চট্টগ্রামের তরুণ স্পিনার হাসান মুরাদ একাই গুঁড়িয়ে দেন টপ অর্ডার। তিন ওভারে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট নিয়ে তিনি হয়ে ওঠেন দলের সেরা বোলার।
ঢাকার ইনিংস টেনে তোলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত ও আরিফুল ইসলাম। আরিফুলের ১৩ বলে ২ চার ও ২ ছক্কায় ২৩ ও মোসাদ্দেকের ২৭ বলে ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৩২ রানে ভর করে নির্ধারিত ১৩ ওভারে ৬ উইকেটে ১১৯ রানের সংগ্রহ গড়ে ঢাকা বিভাগ।
জবাবে ব্যাট হাতে নামতেই চট্টগ্রাম যেন পড়ে গেল বিপর্যয়ে। মাত্র ৩৬ রানে হারায় চার উইকেট। একে একে ড্রেসিংরুমে ফিরেন মুমিনুল হক (১২), মাহমুদুল হাসান জয় (১৮), শাহাদাত হোসেন (০) ও সাদিকুর রহমান (৩)।
কিন্তু সেখান থেকেই শুরু ইয়াসির আলীর ঝড়। তাকে দারুণ সঙ্গ দেন ইরফান শুক্কুর। ইয়াসিরের অধিনায়কোচিত ব্যাটিংয়ে তিনি কেবল ম্যাচ ঘুরিয়েই দেননি, ঢাকাকে ব্যাকফুটে ঠেলে দেন। ইরফান শুক্কুরকে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েন ৬২ রানের ম্যাচজয়ী জুটি। ইরফান ১৫ বলে ৩ ছক্কায় ৩০ রানের দারুণ ইনিংস খেলে আউট হলেও ইয়াসির ছিলেন অবিচল।
মাত্র ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পায় চট্টগ্রাম বিভাগ।
ঢাকার হয়ে মাহফিজুর রাব্বি নেন ২ ওভারে ১১ রানে ৩ উইকেট। রিপন মণ্ডল ২.২ ওভারে ১৩ রানে নেন ২টি উইকেট। ব্যাট হাতে ঝড় তুলে দলকে জিতিয়ে ম্যাচসেরা হন ইয়াসির আলী।
ঢাকা/আমিনুল