ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগান যুবারা আসছেন বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ১৪ অক্টোবর ২০২৫  
আফগান যুবারা আসছেন বাংলাদেশে

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ওয়ানডে খেলতে এ মাসেই বাংলাদেশে আসবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। রাজশাহী ও বগুড়াতে সিরিজ আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

সেপ্টেম্বরে ইংল‌্যান্ড সফর থেকে ফেরার পর বিশ্রামে ছিল যুবা ক্রিকেটাররা। সামনে টানা খেলার সূচি থাকায় তাদেরকে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি খেলার পরিবর্তে বিশ্রামে রেখেছিল টিম ম‌্যানেজমেন্ট। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম‌্যাচের সিরিজের পর এশিয়া কাপ খেলবে দল। এরপর আছে বিশ্বকাপ। টানা খেলার কথা চিন্তা করেই জাতীয় ক্রিকেট লিগ থেকে তাদের সরিয়ে রাখা হয়েছিল। তবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চলেছে তাদের ক‌্যাম্প।

আরো পড়ুন:

২৫ অক্টোবর বাংলাদেশে আসবে আফগানিস্তানের যুবারা। প্রথম দুইটি ম‌্যাচ হবে বগুড়াতে। ঢাকায় নেমে সরাসরি বগুড়া চলে যাবেন অতিথিরা। ২৮ ও ৩১ অক্টোবর দুটি ম‌্যাচ হবে সেখানে। সিরিজের পরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩, ৬ ও ৯ নভেম্বর। তিনটি ম্যাচই হবে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগানিস্তানের যুবারা।

ডিসেম্বরে এশিয়া কাপ ও জানুয়ারিতে যুব বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। এশিয়া কাপ হতে পারে দুবাইতে। জানুয়ারিতে যুব বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়