ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়ে মিলেছে স্বস্তি, তবুও মিরাজের চাই রান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ১৯ অক্টোবর ২০২৫  
জয়ে মিলেছে স্বস্তি, তবুও মিরাজের চাই রান

পুরো ৫০ ওভার ব‌্যাটিং করার লক্ষ‌্যর কথা আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পরপরই জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সংযুক্ত আরব আমিরাত থেকে ভেনু‌্য ফিরেছে মিরপুর শের-ই-বাংলায়। প্রতিপক্ষ আফগানিস্তান থেকে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বাংলাদেশ পৌঁছাতে পারেনি নিজেদের লক্ষ‌্যে। 

২ বলের জন‌্য পুরো ৫০ ওভার খেলা হয়নি। শনিবার ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের স্কোর থামিয়ে দেয় ৪৯.৪ ওভারে। পুঁজি কেবল ২০৭! সেই পুঁজি নিয়ে বাংলাদেশ ক‌্যারিবীয়ানদের আটকে দেয় ১৩৩ রানে। জয় পেয়েছে ৭৪ রানে। চার ম‌্যাচ পর ওয়ানডেতে জয় বাংলাদেশকে স্বস্তি দিচ্ছে ঠিকই। কিন্তু আনন্দে ভাসাতে পারছে না। 

একে তো মিরপুরের চেনা উইকেটে স্পিন স্বর্গ বানিয়ে ক‌্যারিবীয়ানদের এলোমেলো করেছে। আর দ্বিতীয় হলো, উইকেট যেমনই হোক। ব‌্যাটিংটা একেবারেই মনঃপুত হয়নি। দুই ওপেনার রান পাননি। পরিস্থিতির দাবি মিটিয়েছেন নাজমুল, তাওহীদ, মাহিদুল। মিরাজ ও সোহান পারেননি নিজেদের মেলে ধরতে। 

জয়ের নায়ক হওয়া রিশাদ বোলিংয়ে ৬ উইকেট নেওয়ার আগে ব‌্যাটিংয়ে দুইশ স্ট্রাইক রেটে ১৩ বলে ২৬ রান করেন ১ চার ও ২ ছক্কায়। তাতে কোনো মতে দলের রান দুইশ ছাড়িয়ে যায়। 

নিজেদের ব‌্যাটিং নিয়ে অধিনায়ক মিরাজ বলেছেন, ‘‘এই বছর, হয়তো আমরা আমাদের শেষ সিরিজ খেলছি; আশা করি, আগামী বছর আরও সিরিজ আসবে। আমাদের ইতিবাচকভাবে খেলতে হবে এবং রান করতে হবে। তারপরও তাদের ক্রেডিট দিতে হবে। শান্ত ও হৃদয়কে এবং অভিষিক্ত ব‌্যাটসম‌্যানকে। বেশ শান্ত থেকে পরিস্থিতি অনুযায়ী খেলেছে। শেষে রিশাদ অসাধারণ খেলেছে।’’

তবে জয় পাওয়ায় খুশি তিনি, ‘‘আমরা শেষ পাঁচটি ম্যাচ খেলেছি কিন্তু জিততে পারিনি, কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে আমরা দৃঢ়ভাবে ফিরে আসতে পারব। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ছেলেরা সত্যিই ভালো খেলেছে। আমরা গত চার-পাঁচটি সিরিজে অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি, কিন্তু খুব বেশি ওয়ানডে খেলেনি।’’

বছরের শেষ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। দ্বিতীয় সিরিজ এর আগে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরেছেন তারা। শেষটায় মুখ রক্ষা হয় কিনা দেখার। 

দুই দলই আজ বিশ্রামে থাকবে। 

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়