ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হোপের উইকেট নিয়ে অভিযোগ নেই, তবে…

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ১৯ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:২২, ১৯ অক্টোবর ২০২৫
হোপের উইকেট নিয়ে অভিযোগ নেই, তবে…

ড‌্যারেন স‌্যামি যেমন করে বলেছিলেন, ‘‘এমন কিছু জীবনেও দেখিনি’’ তেমন করে শেই হোপ মিরপুরের উইকেট নিয়ে কিছু বললেন না। তবে কালো উইকেট নিয়ে তার মূল‌্যায়নও খুব একটা ভালো নয়। অভিযোগ, অনুযোগ নেই। স্বাগতিক দল কেমন উইকেট দেবে তা নিয়ে আপত্তিও নেই। তার সাফ কথা, দুই দলের জন‌্যই প্রথম ওয়ানডের উইকেট কঠিন ছিল। 

ভারসাম‌্যপূর্ণ লড়াই হওয়ার জন‌্য যা দরকার সেটাই ছিল। পার্থক‌্য গড়ে দিয়েছে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং। তার মতে, স্পিনাররাই মূলত ব‌্যবধান তৈরি করেছে। এই লড়াইয়েই বাংলাদেশ পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে। লো স্কোরিং ম‌্যাচে ৭৪ রানের ব‌্যবধানে হেরেছে অতিথিরা। ২০৮ রানের জবাব দিতে নেমে ১৩৩ রানে গুটিয়ে গেছে তারা।  

ম‌্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়ে শেই হোপ বলেছেন, ‘‘আসলে উইকেট কঠিনই ছিল। এমন ধরনের পিচে ব্যাটার হিসেবে কখনও পুরোপুরি থিতু মনে হয় না। তাই হ্যাঁ, এটা কঠিন ছিল দুই দলের জন্যই। পিচে খুব একটা পরিবর্তন হয়নি, একটুও বদলায়নি। কিন্তু বাংলাদেশের স্পিনাররা যেভাবে নিখুঁত লাইন–লেংথে বল করেছে, সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’’

রিশাদ একাই নিয়েছেন ৬ উইকেট। টানা ৭ ওভার এক প্রান্ত থেকে বোলিং করে স্রেফ এলোমেলো করেছেন ক‌্যারিবীয়ানদের ব‌্যাটিং অর্ডার। শুরুতে তারও একটু ছন্দ পেতে কষ্ট হচ্ছিল। কিন্তু সময়ের সাথে লাইন ও লেন্থ একই চ‌্যানেলে ধরে এগিয়ে যান। তাতে টপাটপ উইকেট পেয়ে যান। 

নিজেদের ব‌্যাটিং ব‌্যর্থতা থেকে শেখার কথা বললেন ক‌্যারিবীয় অধিনায়ক, ‘‘এখন আমাদের শেখার বিষয় হলো, কীভাবে তাদের লাইন–লেংথ এলোমেলো করা যায়। একটু বেশি ইতিবাচকভাবে খেলতে হবে, যাতে তারা ছন্দ না পায়। মাঝের ওভারে আমরা সত্যিই ভুগেছি, এটা বাস্তবতা। এখন এই ম্যাচটা ভুলে যেতে হবে, পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসতে হবে।” 

আগামী মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। উইকেট অনেকটাই এমনই হবে ধরে নেওয়াই যায়। সফরকারীদের সেই ম‌্যাচেও কঠিন পরীক্ষা দিতে হবে বলার অপেক্ষা রাখে না।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়