ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৮ উইকেট হারিয়ে ২৭০ রানে দিন শেষ করল আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ১১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:১৩, ১১ নভেম্বর ২০২৫
৮ উইকেট হারিয়ে ২৭০ রানে দিন শেষ করল আয়ারল্যান্ড

:: সংক্ষিপ্ত স্কোর- প্রথম দিন শেষে ::
আয়ারল‌্যান্ড: ২৭০/৮ (৯০ ওভারে)

 

আরো পড়ুন:

৮ উইকেট হারিয়ে ২৭০ রানে প্রথম দিন শেষ করল আয়ারল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান তুলেছে আয়ারল্যান্ড। প্রথম দিনে আয়ারল্যান্ডের পল স্টার্লিং সর্বোচ্চ ৬০ রান করেন। ৫৯ রান করেন অভিষিক্ত কাডে কারমাইকেল। এছাড়া কুর্টিস ক্যাম্ফার ৪৪ ও লরকার টাকার করেন ৪১ রান। দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন জর্ডান নীল। তিনি ৩০ রান করেন। ব্যারি ম্যাককার্থি ২১ রানে অপরাজিত আছেন।

বল হাতে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ২৩ ওভারে ৬ মেডেনসহ ৫০ রানে ৩টি উইকেট নেন। অভিষিক্ত হাসান মুরাদ ২০ ওভারে ৫ মেডেনসহ ৪৭ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম।

 

২২২ রানে আয়ারল্যান্ডের সপ্তম উইকেটের পতন
২২২ রানের মাথায় সপ্তম উইকেট হারাল আয়ারল্যান্ড। মেহেদী হাসান মিরাজের বল এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পড হন অ্যান্ডি ম্যাকব্রিনি। ১ চারে ৫ রান আসে তার ব্যাট থেকে। জর্ডান নীলের সঙ্গে এসে জুটি বেঁধেছেন ব্যারি ম্যাককার্থি।

মুরাদের দ্বিতীয় শিকার লরকান
চা বিরতির পর আয়ারল্যান্ড শিবিরে আঘাত হানলেন হাসান মুরাদ। তৃতীয় সেশনের শুরুতেই ২০৩ রানের মাথায় তিনি আউট করেন ক্যাম্ফারকে। এরপর ২১৮ রানের মাথায় আরেক সেট ব্যাটসম্যান লরকান টাকারকেও ফেরান। তার করা লেন্থ বল এগিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পড হন টাকার। ৩টি চার ও ২ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলেন তিনি। অ্যান্ডি ম্যাকব্রিনির সঙ্গে যোগ দিয়েছেন জর্ডান নীল।

২০০ পেরিয়ে পঞ্চম উইকেট হারাল আয়ারল্যান্ড
১৫০ রানের মাথায় চতুর্থ উইকেট হারিয়েছিল আয়ারল্যান্ড। এরপর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কুর্টিস ক্যাম্ফার ও লরকান টাকার পঞ্চম উইকেটে প্রতিরোধের দেয়াল তুলে ৫৩ রানের জুটি গড়েন। ২০৩ রানের মাথায় গিয়ে ক্যাম্ফারের বিদায়ে ভাঙে এই জুটি। অভিষিক্ত হাসান মুরাদের করা ৬৪তম ওভারের তৃতীয় বলে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে আউট হন ক্যাম্ফার। ৪টি চার ও ২ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। টাকারের সঙ্গে যোগ দিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রিনি।

৪ উইকেট হারিয়ে চা বিরতিতে আয়ারল্যান্ড:
৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলে চা বিরতিতে গিয়েছে আয়ারল্যান্ড। কুর্টিস ক্যাম্ফার ৩৫ ও লরকার টাকার ২২ রানে অপরাজিত আছেন।

মিরাজের দ্বিতীয় শিকার কারমাইকেল
আয়ারল্যান্ডের দলীয় সংগ্রহ ১৫০ ছুঁতে না ছুঁতেই চতুর্থ উইকেট হারাল তারা। এবার মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় শিকার হন এই ম্যাচে অভিষেক হওয়া কারমাইকেল। দলীয় ১৫০ রানের মাথায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে আউট হন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ৭টি চারে ৫৯ রানের ইনিংস খেলে যান তিনি। এ রিপোর্ট লেখার সময় আয়ারল্যান্ডের রান ৪ উইকেটে ১৬৫। কুর্টিস ক্যাম্ফার ২৭ ও লরকান টাকার ১১ রানে ব্যাট করছেন।

মধ্যাহ্ন বিরতির পর রানা ও মিরাজের আঘাত
মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই জোড়া উইকেট তুলে নিল বাংলাদেশ। ৯৬ রানের মাথায় হাফ সেঞ্চুরি করে বিরতিতে যাওয়া পল স্টার্লিংকে সাদমান ইসলামের হাতে ক্যাচ বানিয়ে ফেরান নাহিদ রানা। ৯টি চারে ৬০ রান আসে তার ব্যাট থেকে। এরপর ৯৭ রানের মাথায় নতুন ব্যাটসম্যান হ্যারি টেক্টরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১ রানের বেশি করতে পারেননি তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে আয়ারল্যান্ডের রান ৩ উইকেটে ১০১।

১ উইকেটে ৯৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে আয়ারল্যান্ড:
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই উইকেট হারায় তারা। হাসান মাহমুদের বলে এলবিডব্লিউ হন অধিনায়ক অ্যান্ডি বালবিরনি।

এরপর পল স্টার্লিং ও কাডে কারমাইকেল জুটি বেধে প্রথম সেশন শেষ করেছেন। ২৬ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৯৪ রান। স্টার্লিং ৫৮ ও কারমাইকেল ৩০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছেন।

অভিজ্ঞ ব্যাটসম্যান স্টার্লিং ৬১ বলে ৮টি চারে ফিফটি পূর্ণ করেন।

প্রথম ঘণ্টায় বাংলাদেশের তিন ক‌্যাচ মিস
প্রথম দিনেই ফিল্ডিংয়ে গড়বড় করলো বাংলাদেশ। দিনের প্রথম ঘণ্টাতেই তিন ক‌্যাচ মিস। অথচ দিনের শুরুটা কি দারুণ হয়েছিল। টস হেরে বোলিং পেয়ে চতুর্থ বলেই উইকেট হাসান মাহমুদের। সুইংয়ের কারিশমায় হাসানের পকেটে আইরিশ অধিনায়ক বালবার্নির উইকেট।

এরপর হাসান ও নাহিদের আক্রমণে দিশেহারা হওয়ার উপক্রম হয় অতিথিদের। কিন্তু ফিল্ডাররা একের পর এক ক‌্যাচ ছেড়ে দলকে বিপদে ফেলেছেন। চতুর্থ ওভারে নাহিদ রানার বলে স্লিপে ক‌্যাচ দেন স্টার্লিং। দ্বিতীয় স্লিপে সহজ ক‌্যাচ ছাড়েন সাদমান। পরের ওভারে কারমাইকেল ক‌্যাচ দেন তাইজুলের হাতে। হাসানের শর্ট বল পুল করেছিলেন। ডাইভ দিয়েও ক‌্যাচ নিতে পারেননি তাইজুল। তার হাত থেকে রক্ত পড়তে দেখা যায়।

এরপর মিরাজ সুযোগ লুফে নিতে পারেননি। নাহিদের বলে স্টার্লিং আবার ক‌্যাচ দেন গালিতে। দ্রুত গতির সেই বল লুফে নিতে ব‌্যর্থ হন মিরাজ। হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

প্রথম ঘণ্টা শেষে ১২ ওভারে আয়ারল‌্যান্ডের রান ১ উইকেটে ৫৩

হাসান মুরাদের অভিষেক, হাসান মাহমুদের প্রথম উইকেট

নতুন বলে পেসাররা সুবিধা পাবেন টসের সময় বলেছিলেন দুই অধিনায়ক। টস হেরে বোলিং পাওয়া বাংলাদেশ নিজেদের প্রথম ওভারেই পেয়ে গেল সাফল‌্য। পেসার হাসান মাহমুদ ফিরিয়েছেন আয়ারল‌্যান্ডের অধিনায়ক অ‌্যান্ড্রু বালবার্নিকে। তার ভেতরে ঢোকানো বলে এলবিডব্লিউ হন আইরিশ ওপেনার। বলের লাইনেই ব‌্যাট চালাতে পারেননি বালবার্নি। স্কোরবোর্ডে কোনো রান না তুলেই প্রথম উইকেট হারিয়েছে আয়ারল‌্যান্ড।  

টস

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল‌্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আগে বোলিং করছে বাংলাদেশ। সিলেটে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় ম‌্যাচ শুরু হয়েছে। টস জিতে আয়ারল‌্যান্ডের অধিনায়ক অ‌্যান্ড্রু বালবার্নি ব‌্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টসের সময় বাংলাদেশের অধিনায়কও জানিয়েছেন, টস জিতলে তিনিও ব‌্যাটিং করার সিদ্ধান্ত নিতেন। 

হাসান মুরাদের অভিষেক
দুই পেসারের সঙ্গে তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মিরাজ ও তাইজুলের সঙ্গে হাত ঘুরাবেন হাসান মুরাদ। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ এর আগে একাধিকবার স্কোয়াডে এলেও অভিষেক হয়নি তার। আজ তার মাথায় উঠল টেস্ট ক‌্যাপ। বাংলাদেশের ১০৮ নম্বর টেস্ট ক্রিকেটার তিনি। ৩৯ প্রথম শ্রেণির ম‌্যাচ খেলে ১৬৫ উইকেট নিয়ে জাতীয় দলে ঢুকলেন ২৪ বছর বয়সী হাসান। 

বাংলাদেশের একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। 

আয়ারল‌্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, ম্যাথু হামফ্রিজ, অ‌্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নেইল, হ্যারি টেক্টর, লর্কান টাকার ও ক্রেইগ ইয়াং।

হেড টু হেড
এখন পর্যন্ত টেস্টে একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরের ঐ টেস্টে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। 

মুশফিকুর ৯৯ নট আউট
এমনিতেই ছিলেন সবার উপরে। আজ সেটাকে আরো একধাপ এগিয়ে নিলেন। মুশফিকুর রহিম নামলেন ৯৯তম টেস্ট ম‌্যাচ খেলতে। সিলেটের পর ঢাকায় টেস্ট ম‌্যাচ খেলতে নামলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ম‌্যাচের সেঞ্চুরি হয়ে যাবে তার। 

পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশ
দীর্ঘ পাঁচ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। গত জুনে নিজেদের সবশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে ঐ টেস্টের পর সাদা বলের ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ। এসময় ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে দল। 

টেস্টে আয়ারল‌্যান্ড কেমন?
২০১৮ সালে টেস্ট মর্যাদা প্রাপ্তির পর আয়ারল্যান্ড ৭ বছরে টেস্ট খেলেছে মাত্র ১০টি। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ৩টি টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। তিন ম্যাচই জিতেছে তারা। আফগানিস্তানকে একবার ও জিম্বাবুয়েকে ২ টেস্টে হারায় আইরিশরা। গত ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্টে বুলাওয়েতে জিম্বাবুয়েকে ৬৩ রানে হারায় তারা। নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মত দুই ম্যাচের সিরিজ খেলতে নামবে আয়ারল্যান্ড। এর আগে ২০২৩ সালের এপ্রিলে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলেছিল আইরিশরা।

২০৩!
দিনের হিসেবে ২০৩ দিন পর সিলেটে আবার ফিরল টেস্ট ক্রিকেট। এই বছরের ২০-২৩ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০৩ দিন পর আবার লাল বলের ক্রিকেট ফিরল সিলেটে। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়