ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাইজিংবিডি লেখক বৃত্তান্ত:

সালেক সুফী

সালেক সুফী

অস্ট্রেলিয়া প্রবাসী জ্বালানি বিশেষজ্ঞ

চট্টগ্রাম টেস্টে হতে পারতো বড় অর্জন, হয়েছে সামান্য

চট্টগ্রাম টেস্টে হতে পারতো বড় অর্জন, হয়েছে সামান্য

চট্টগ্রামে সাগরপাড়ের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুর্বর উইকেটে ৫ দিনে খেলা আড়াই ইনিংসের বেশি হয়নি। যতটুকু হয়েছে, চুলচেরা বিশ্লেষণ করলে নিয়ন্ত্রণ স্বাগতিক বাংলাদেশের হাতেই ছিল। কিছুটা ভাগ্য বিড়ম্বনা, কিছুটা কৌশলের ত্রুটির  কারণে শ্রীলঙ্কার বিপক্ষে চরম কাঙ্ক্ষিত প্রথম টেস্ট জয় হাতছানি দিয়েও নীলিমায় নিঃশেষ হয়ে গেল। দুই দেশের মাঝে এযাবত বাংলাদেশে খেলা ৯ টেস্টে জয় অধরা রয়ে গেল। শ্রীলঙ্কা জিতেছে ৬ টেস্ট। এমনিতেই ব্যাটিং স্বর্গ বলে সুখ্যাতি বা অখ্যাতি আছে চট্টগ্রাম উইকেটের, তারপরও ৫ দিন খেলেও আরো একটি নিষ্ফলা টেস্ট থেকে দুটি দলেরই কিছু অর্জন আছে।

০৩:৫৫ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার