ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আরো ৫০৫০৬ রোহিঙ্গার তালিকা দিল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরো ৫০৫০৬ রোহিঙ্গার তালিকা দিল বাংলাদেশ

মিয়ানমারকে আরো ৫০ হাজার ৫০৬ জন রোহিঙ্গার তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ।

মঙ্গলবার মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তালিকাটি হস্তান্তর করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইনের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রণালয়ে আয়োজিত ওই বৈঠকে মিয়ানমারের কাছে চতুর্থ দফায় ৫০ হাজার ৫০৬ রোহিঙ্গার তালিকা হস্তান্তর করা হয়। মিয়ানমার এই তালিকা যাচাই-বাছাই করবে।

এর আগে প্রথম দফায় মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ৮ হাজার রোহিঙ্গার একটি তালিকা সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেয়। দ্বিতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে নিবন্ধিত ৮ হাজার ৩২ জনের তালিকা মিয়ানমারকে দেয়া হয়। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সোয়ের কাছে এ তালিকা হস্তান্তর করেন।

চলতি বছরের জুনে মিয়ানমারকে ২৫ হাজার রোহিঙ্গার একটি  তালিকা হস্তান্তর করে বাংলাদেশ। তালিকায় ৬ হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার নাম ছিল।


ঢাকা/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ